১৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতল ইংল্যান্ড

অ্যাশেজ
দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স
দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
উইকেটে ঘাসের ছোঁয়া থাকায় মেলবোর্নে আগুনে বোলিংয়ে ব্যাটারদের নাভিশ্বাস বের করেছেন পেসাররা। বক্সি ডে টেস্টের প্রথম দিনেই অল আউটের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনেও ব্যাটারদের কাজটা কঠিন করে তোলেন ইংলিশ পেসাররা। ট্রাভিস হেড একপ্রান্ত আগলে রাখলেও বাকিরা সবাই ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ব্রাইডন কার্স, বেন স্টোকস ও জশ টাংয়ের পেস আগুনে পুড়ে অস্ট্রেলিয়া থামল মাত্র ১৩২ রানে। তাতে ইংল্যান্ডের জন্য লক্ষ্য ১৭৫ রান।

পেস সহায়ক উইকেট বিবেচনায় সফরকারীদের জন্য কাজটা কঠিনই ছিল। বেন ডাকেট ও জ্যাক ক্রলি পঞ্চাশ ছোঁয়া উদ্বোধনী জুটিতে অবশ্য শঙ্কা খানিকটা কাটে। পরবর্তীতে জ্যাকব বেথেলের ৪০ রানের ইনিংস ইংল্যান্ডের জয়ের পথটা সুগম করেছে। শেষ পর্যন্ত হ্যারি ব্রুক ও জেমি স্মিথ মিলে ইংল্যান্ডের ৪ উইকেটে জয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। ২০১১ সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতল ইংল্যান্ড। গত ১৪ বছরে অস্ট্রেলিয়াতে ১৮ টেস্টের ১৬টিতেই হেরেছিলেন ইংলিশরা।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে জয়ের জন্য ১৭৫ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরুই পায় ইংল্যান্ড। ইনিংসের শুরু থেকেই টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করতে থাকেন ডাকেট ও ক্রলি। সপ্তম ওভারেই ছুঁয়েছে জুটির পঞ্চাশ। যদিও সেই ওভারেই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। মিচেল স্টার্কের দুর্দান্ত ইয়র্কার বলের কাছে ব্যাটই নিয়ে যেতে পারেননি ডাকেট। ২৬ বলে ৩৪ রান করে বাঁহাতি ওপেনারকে ফিরতে হয় বোল্ড হয়ে। ডাকেটের বিদায়ে ভাঙে ক্রলির সঙ্গে ৫১ রানের উদ্বোধনী জুটি।

তিনে নেমে ৬ রানে আউট হয়েছেন কার্স। সফরকারীরা একশ ছোঁয়ার পর ফিরেছেন ক্রলি। ৪৮ বলে ৩৭ রান করা ডানহাতি ওপেনারকে আউট করেছেন বোল্যান্ড। চারে নেমে দ্রুত রান তুলতে থাকেন বেথেল। ঝড়ো ব্যাটিংয়ে ৪৬ বলে ৪০ রানের ইনিংস খেলে আউট হয়েছেন বোল্যান্ডের দারুণ এক ডেলিভারিতে। পরবর্তীতে জো রুট ১৫, ব্রুকের অপরাজিত ১৮ রানে জয় পেয়েছে ইংলিশরা। অস্ট্রেলিয়ার হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন বোল্যান্ড, ঝাই রিচার্ডসন ও স্টার্ক।

এর আগে বিনা উইকেটে ৪ রান ব্যাটিংয়ে নেমে সকালের শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। ইনিংসের সপ্তম ওভারে স্কট বোল্যান্ডকে ফেরান গাস অ্যাটকিনসন। তিনে নামা জ্যাক ওয়েদার‌্যান্ডও ফিরেছেন দ্রুতই। ৫ রান করা বাঁহাতি ওপেনারের উইকেট নিয়েছেন স্টোকস। ব্যাট হাতে আবারও ব্যর্থ হয়েছেন মার্নাশ ল্যাবুশেন। ১৮ বলে ৮ রান করে আউট হয়েছেন টাংয়ের বলে। তবে একপ্রান্ত আগলে রেখে রান তোলার চেষ্টায় ছিলেন ট্রাভিস হেড।

অস্ট্রেলিয়ার রান একশ ছোঁয়ার আগেই কার্সের বলে বোল্ড হয়েছেন বাঁহাতি এই ওপেনার। অস্ট্রেলিয়ার ইনিংসে হেডই সর্বোচ্চ ৪৬ রান করেছেন। অসুস্থতা কাটিয়ে একাদশে ফেরা স্টিভ স্মিথ একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেছিলেন। তবে অধিনায়ককে সঙ্গ দিতে পারেনি উসমান খাওয়াজা, অ্যালেক্স ক্যারিরা। শেষের দিকে ক্যামেরন গ্রিন ১৯ রান করেছেন। স্মিথের ব্যাট থেকে এসেছে ২৪ রান। অস্ট্রেলিয়াকে ১৩২ রানে গুটিয়ে দিতে কার্স চারটি, স্টোকস তিনটি এবং টাং নিয়েছেন দুইটি উইকেট।

আরো পড়ুন: