অবশেষে কপাল খুলছে পটসের, ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা

অ্যাশেজ
ইংল্যান্ডের অনুশীলনে ম্যাথিউ পটস
ইংল্যান্ডের অনুশীলনে ম্যাথিউ পটস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সিডনিতে অনুষ্ঠেয় অ্যাশেজের শেষ টেস্টে মাঠে নামতে যাচ্ছেন ম্যাথিউ পটস। এরই মধ্যে সিরিজের শেষ টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড, যেখানে আছেন শোয়েব বশিরও। পুরো সফরজুড়ে দলে থাকলেও এতদিন একাদশে সুযোগ পাননি পটস।

চতুর্থ টেস্টে হ্যামস্ট্রিং চোটে পড়ে গাস অ্যাটকিনসন ছিটকে যাওয়ায় তার খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। মেলবোর্নে সেই টেস্ট জিতে ইংল্যান্ড সিরিজে ব্যবধান কমিয়ে এনেছে ৩–১ এ। দলে আছেন ইংল্যান্ড লায়ন্স থেকে ডেকে পাঠানো পেসার ম্যথিউ ফিশারও। মূলত মার্ক উডের হাঁটুর চোটের কারণে তিনি ডাক পেয়েছেন।

এর আগেই সাইড স্ট্রেইনের কারণে সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরতে হয়েছে জফরা আর্চারকে। সাধারণত টেস্ট শুরুর ৪৮ ঘণ্টা আগেই দল ঘোষণাকে রীতি বানিয়ে ফেলেছে ইংল্যান্ড। পার্থে প্রথম টেস্টের আগেও ইংলিশরা ১২ সদস্যের দল ঘোষণা করেছিল। এদিকে উইল জ্যাকস খেলছেন প্রায় নিশ্চিত।

ফলে দুইজন অফ স্পিনারের প্রয়োজন দেখছে না ইংল্যান্ড। ফলে শেষ ম্যাচে বশিরের হয়তো সুযোগ হচ্ছে না। ২০২২ সালের গ্রীষ্ম থেকেই ইংল্যান্ড দলে আসা যাওয়ার মধ্য দিয়ে আছেন পটস। তিনি নিজের প্রথম ৫ টেস্টে নিয়েছেন ২০ উইকেট। তাও মাত্র ২৮ গড়ে। যদিও পরের তিন বছরে মাত্র পাঁচটি টেস্টে খেলার সুযোগ হয়েছে তার।

চলতি অ্যাশেজ সিরিজে পটসের জায়গা মোটেও নিশ্চিত ছিল না। তব ২০২৪ সালে জেমি ওভারটনের অবসর নতুন সম্ভাবনা নিয়ে আসে পটসের জন্য। পটস সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। এবার আরও বড় মঞ্চ দিয়ে মাঠে ফেরার সুযোগ পাচ্ছেন পটস।

শেষ টেস্টের ইংল্যান্ড দল-

বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ (উইকেটকিপার) ও জশ টাং।

আরো পড়ুন: