১৬০ রানের ইনিংসে পন্টিংয়ের পাশে রুট, সেঞ্চুরির অপেক্ষায় হেড

অ্যাশেজ
অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পেয়েছেন জো রুট
অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পেয়েছেন জো রুট
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সেঞ্চুরির আশাটা প্রথম দিনই জাগিয়ে রেখেছিলেন জো রুট। সতীর্থ হ্যারি ব্রুক না পারলেও অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন ডানহাতি এই ব্যাটার। রুটের ১৬০ রানের ইনিংসের সঙ্গে ব্রুক ও জেমি স্মিথের ব্যাটে প্রথম ইনিংসে ৩৮৪ রান তোলে ইংল্যান্ড। ব্যাট হাতে সফরকারীদের বেশ ভালোভাবে জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া। আক্রমণাত্বক ব্যাটিংয়ে সেঞ্চুরির অপেক্ষায় থাকা ট্রাভিস হেডের অপরাজিত ৯১ রানের ইনিংসে ২ উইকেটে ১৬৬ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

প্রথম দিনের ৩ উইকেটে ২১১ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে দ্রুতই উইকেট হারায় ইংল্যান্ড। সেঞ্চুরির আশা জাগালেও সেটা করতে পারেননি হ্যারি ব্রুক। পেসার স্কট বোল্যান্ডের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিতে গিয়ে স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়েছেন। ৯৭ বলে ৮৪ রানের ইনিংস খেলে ফেরেন ব্রুক। দুই ওভার পর আউট হয়েছেন বেন স্টোকসও। মিচেল স্টার্কের অফ স্টাম্পের বাইরের এজ হয়েছেন তিনি।

যদিও রিভিউ নিয়ে ইংল্যান্ডের অধিনায়ককে ফেরায় অস্ট্রেলিয়া। ১১ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি স্টোকস। দ্রুত দুই উইকেট হারিয়ে ফেলার পর রুট ও জেমি স্মিথ মিলে ধাক্কা সামাল দেন। দুজনেই দেখেশুনে ব্যাটিং করে সফরকারীদের এগিয়ে নিয়ে যেতে থাকেন। প্রথম দিনের শেষ বিকেলেই সেঞ্চুরির আশা জাগিয়ে রেখেছিলেন রুট। দ্বিতীয় দিনের প্রথম সেশনে মাইকেল নেসারের বলে ডাবল নিয়ে সেঞ্চুরি করেন তিনি।

১৪৬ তিন অঙ্ক ছুঁয়ে টেস্ট ক্রিকেটে ৪১তম সেঞ্চুরি ‍তুলে নিয়েছেন ডানহাতি এই ব্যাটার। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সঙ্গে যৌথভাবে তিনে উঠে এসেছেন রুট। ইংলিশ গ্রেটের চেয়ে বেশি সেঞ্চুরি আছে ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকার (৫১ সেঞ্চুরি) ও সাউথ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস (৪৫ সেঞ্চুরি)।

সাবধানী ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি স্মিথের। বোলিংয়ে এসেই ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে ফেরান মার্নাস ল্যাবুশেন। উড়িয়ে মারার চেষ্টায় ৭৬ বলে ৪৬ রান করে বোল্যান্ডের হাতে ক্যাচ দিয়েছেন স্মিথ। এরপর উইল জ্যাকসকে নিয়ে টানতে থাকেন রুট। ২২৬ বলে দেড়শও ছুঁয়েছেন ডানহাতি ব্যাটার। একটু পর জ্যাকসকে ফিরিয়ে ৫২ রানের জুটি ভাঙেন নেসার। ৬২ বলে ২৭ রান করেছেন জ্যাকস।

দ্রুতই ফেরেন ব্রাইডন কার্সও। নবম ব্যাটার হিসেবে আউট হয়েছেন রুট। ২৪২ বলে ১৬০ রানের ইনিংস খেলে নেসারের শর্ট ডেলিভারিতে টপ এজ হয়ে তাঁরই হাতে ক্যাচ দিয়েছেন তিনি। শেষ ব্যাটার হিসেবে জশ টাং ফিরলে ৩৮৪ রানে অল আউট হয় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে চারটি উইকেট নিয়েছেন নেসার। দুইটি করে উইকেট পেয়েছেন স্টার্ক ও বোল্যান্ড।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে জ্যাক ওয়েদারল্যান্ডের সঙ্গে ৫৭ রানের উদ্বোধনী জুটি গড়েন হেড। ৩৬ বলে ২১ রান করে আউট হয়েছেন ওয়েদারল্যান্ড। দ্বিতীয় উইকেটে ল্যাবুশেনকে নিয়ে জুটি গড়েন হেড। ৫৫ বলে পেয়েছেন হাফ সেঞ্চুরি। ৮৭ বলে ৯১ রানের ইনিংস খেলে সেঞ্চুরি পাওয়ার অপেক্ষায় আছেন বাঁহাতি ওপেনার। তবে শেষে বিকেলে ৬৮ বলে ৪৮ রান করে ফিরেছেন ল্যাবুশেন। নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নামা নেসার ১৫ বলে ১ রান করেছেন।

আরো পড়ুন: