নিলামের আগে রাজশাহীতে শান্ত-তানজিদ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে ছন্দে না থাকায় একাদশ থেকে জায়গা হারান বাঁহাতি এই ব্যাটার। চ্যাম্পিয়ন বরিশালের হয়ে সব মিলিয়ে ৫ ম্যাচ করেছিলেন তিনি। এক ম্যাচে ৪১ রান করলেও পুরো টুর্নামেন্টে শান্তর রান ছিল ৫৬। টি-টোয়েন্টিতে ভালো করতে না পারায় জাতীয় দল থেকেও বাদ পড়েন।