আপত্তিকর মন্তব্যের জেরে সিলেটের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

বিপিএল
সিলেট টাইটান্স
সিলেট টাইটান্স
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সিলেট টাইটান্স উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর আপত্তিকর মন্তব্যের জেরে সিলেটের আজকের সহ সকল বিপিএল ম‍্যাচ, প্র‍্যাকটিস, সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত সাংবাদিকদের।

২৪ ঘন্টার মধ‍্যে প্রকাশ‍্যে ক্ষমা না চাইলে বিপিএলে সিলেট টাইটান্সের সকল ম‍্যাচ, প্র‍্যাকটিস, প্রেস কনফারেন্স বয়কটের সিদ্ধান্ত নেবেন বিপিএল কাভার করতে যাওয়া সংবাদিকরা।

সিলেট টাইটান্সের এই উপদেষ্টা নিজের ফেসবুক পেজে সাংবাদিকদের উদ্দেশ্যে অপ্রীতিকর ভাষায় এই স্ট্যাটাস দেন। যা নজরে এসেছে সাংবাদিকদের। এরপরই তারা সিলেটের ম্যাচ-অনুশীলন বয়কটের সিদ্ধান্ত জানান।

এর আগে গত মঙ্গলবার সিলেট টাইটান্সের ম্যাচ দেখতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আসেন দলটির উপদেষ্টা ফাহিম। সেখানে বিপিএল নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে তিনি প্রকাশ্যে বলেন, 'আমি সরি, বিপিএলকে আমার গোনার টাইম নাই। আমি আইপিএল নিয়ে চিন্তা করি। বিপিএলের কোনো দলকেই আমার শক্তিশালী মনে হয় না। মাথার মধ্যে আইপিএলটা থাকে।’