বিপিএলে নোয়াখালীর হয়ে খেলবেন মুনিম শাহরিয়ার

বিপিএল
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুনিম শাহরিয়ার। তবে নিলাম থেকে দল মেলেনি চলতি আসরের জন্য। যদিও টুর্নামেন্টের কয়েক ম্যাচ পেরিয়ে যাওয়ার পর বিপিএলে দল পেলেন মুনিম। সিলেটে চলমান বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন ডানহাতি এই ওপেনার। বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

২০২২ বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ৬ ম্যাচে ১৭৮ রান করেছিলেন মুনিম। এমন পারফরম্যান্সের পর একই বছরের মার্চে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাঁর। যদিও পারফর্ম করতে না পারায় পাঁচটি ম্যাচ খেলেই বাদ পড়তে হয় তাকে। বাংলাদেশ দল থেকে বাদ পড়ার পর থেকেই কঠিন সময় পার করছেন ডানহাতি এই ওপেনার।

পরের বছর খুলনা টাইগার্সের হয়ে সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারেননি। ৪ ম্যাচে করেছিলেন মাত্র ২৮ রান। গত মৌসুমে ঢাকার হয়ে একই সমান ম্যাচে ৬৪ রান করেছিলেন। গত বছরের ঢাকা প্রিমিয়ার লিগও (ডিপিএল) ভালো যায়নি মুনিমের। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে এক হাফ সেঞ্চুরিতে ৫ ম্যাচে ১৬২ রান করেছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পর নিলাম থেকে বিপিএলে দল পাননি তিনি।

বিপিএলে দল না পেয়ে সেই সময় নিজের ফেসবুক অ্যাকাউন্টে আক্ষেপ করে মুনিম লিখেছিলেন, ‘আমার পুরো জীবনে কারও কোন ক্ষতি করিনি। কারও জন্য খারাপ কিছুও চাইনি। কিন্তু বাস্তবতা আমার জন্য দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে। কাউকেই আমার পাশে খুঁজি পাইনি। কখনো কখনো অনেক বেশি খারাপ লাগে। সারাটা দিন এই আশায় থাকি যে আল্লাহ হয়ত আমার জন্য ভালো কিছু রেখেছে। আমি জানি মানুষজন হাসে কিন্তু ঠিক আছে।’

আক্ষেপ শেষে বিপিএলে দল মিলেছে মুনিমের। চলতি আসরে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ডানহাতি ওপেনারের। এখনো পর্যন্ত তিন ম্যাচের সবকটিতে হেরেছে ফ্র্যাঞ্চাইজিটি। এমন সময় তাকে দলের সঙ্গে যুক্ত করেছে নোয়াখালী। দল পেয়ে ফেসবুকে মুনিম লিখেছেন, ‘আমার উপর বিশ্বাস রাখার জন্য নোয়াখালী এক্সপ্রেসকে ধন্যবাদ।’

আরো পড়ুন: