রিপনকে ১ লাখ, ফারহান-মেহরবকে ৫০ হাজার বোনাস দিল রাজশাহী

বিপিএল
রংপুরকে হারানোর পর রাজশাহীর ডাগআউটে উচ্ছ্বাস, বিসিবি
রংপুরকে হারানোর পর রাজশাহীর ডাগআউটে উচ্ছ্বাস, বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রংপুর রাইডার্সকে কাগজে কলমে এবারের বিপিএলের সেরা দল ধরা হচ্ছে। তবে তাদেরকে হারিয়ে দিয়েই চমক দেখিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। মাত্র ১৫৯ রান নিয়ে প্রথমে রংপুরের বিপক্ষে টাই করে রাজশাহী। এরপর সুপার ওভারে ৩ বলেই লক্ষ্য পেরিয়ে কাঙ্খিত জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর দল।

এই জয়ের পর রাজশাহীর ক্রিকেটারদের জন্য মোটা অঙ্কের বোনাস ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজি কতৃপক্ষ। খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফসহ দলের প্রতিটি সদস্য পাচ্ছেন সেই বোনাস। তবে তারা বিশেষভাবে সম্মানিত করেছে রংপুরের বিপক্ষে জয়ের তিন নায়ক রিপন মন্ডল শাহিবজাদা ফারহান ও এসএম মেহরবকে।

এক বিবৃতিতে রাজশাহী জানিয়েছে, 'দলের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফসহ দলের প্রতিটি সদস্যকে ১৫ হাজার টাকা করে বোনাস দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

সুপার ওভারে উইকেট তুলে নিয়ে রংপুরকে মাত্র ৬ রানে আটকে রেখেছিলেন রিপন মন্ডল। এমনকি মূল ম্যাচের শেষ ওভারে আঁটসাঁট বোলিং করে ম্যাচ টাই করতে ভূমিকা রাখা এই পেসারকে এক লাখ টাকা বোনাস দেয়া হচ্ছে। ৫০ হাজার টাকা করে বোনাস পাচ্ছেন ফারহান ও মেহরব।

রাজশাহীর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এ ছাড়া ম্যাচে বিশেষ অবদানের জন্য রিপন মন্ডল দেওয়া হচ্ছে এক লাখ টাকা বিশেষ বোনাস। একই সঙ্গে এস এম মেহেরব ও শাহিবজাদা ফারহানকে ৫০ হাজার টাকা করে বোনাস দেয়া হবে।'

আরো পড়ুন: