
ফিট থাকলে বিপিএল খেলে যেতে চান তামিম
জাতীয় দল থেকে কয়েকদিন আগেই অবসর নিয়েছেন তামিম ইকবাল। অবসরের পর এবার নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। ফিট থাকলে নিয়মিতই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলে যেতে চান তামিম।
জাতীয় দল থেকে কয়েকদিন আগেই অবসর নিয়েছেন তামিম ইকবাল। অবসরের পর এবার নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। ফিট থাকলে নিয়মিতই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলে যেতে চান তামিম।
ফরচুন বরিশালের বিপক্ষে তানজিদ হাসান তামিমের হাফ সেঞ্চুরিতে ১৯.৩ ওভারে ১৩৯ রান করে ঢাকা ক্যাপিটালস। তানজিদের ৪৪ বলে ৬২ রানের ইনিংসেই মূলত এই সংগ্রহ পায় ঢাকা। জবাবে তামিম ইকবালের হাফ সেঞ্চুরি এবং ডেভিড মালানের অপরাজিত ৪৯ রানের নৈপুণ্যে ১৬ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অর্ধেকটা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পারিশ্রমিক পাননি দুর্বার রাজশাহীর স্থানীয় ক্রিকেটাররা। পারিশ্রমিক না পেয়ে চট্টগ্রামে অনুশীলন বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তাসকিন আহমেদ-এনামুল হক বিজয়রা। সারাদিন এমন খবর গণমাধ্যমে ঘুরলেও তা অস্বীকার করেছে রাজশাহী। দলটির পক্ষ থেকে জানানো হয়, ব্যস্ত সূচির কারণে বিশ্রাম চেয়েছিলেন ক্রিকেটাররা।
ম্যাচ জিততে শেষ ৫ ওভারে ৭১ রান করতে হতো রংপুর রাইডার্সকে। উইকেটে ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ থাকায় জয়ের স্বপ্নে বিভোর ছিল ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। খান জাহানদাদের করা ১৬তম ওভারে ১৬ রান নিয়ে সেই স্বপ্নট আরও জিইয়ে দিয়েছিলেন তারা দুজন। তবে ১৮তম ওভারে ইফতিখারকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শাহীন শাহ আফ্রিদি। ডানহাতি ব্যাটারকে আউট করার পাশাপাশি সেই ওভারে মাত্র ৩ রান দিয়েছিলেন পাকিস্তানের এই পেসার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে খেলতে দেখা যাবে সৌম্য সরকারকে। রংপুর রাইডার্সের প্রকাশিত এক ভিডিওতে এমনটা ইঙ্গিত দিয়েছেন এই অলরাউন্ডার। ইনজুরি কাটিয়ে খেলার জন্য অনেকটা ফিট তিনি।
বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেই লিটন দাস। যদিও শেষ সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রানের দেখা পাচ্ছেন তিনি। এই উইকেটরক্ষক ব্যাটারকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করবেন তানজিদ হাসান তামিম।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে খেলবেন ডম শিবলি। ইংল্যান্ডের এই টেস্ট ওপেনার ইতোমধ্যেই বাংলাদেশে পৌঁছে গেছেন। চট্টগ্রাম পর্ব থেকে খেলার কথা রয়েছে স্টাইলিস এই ওপেনারের।
একজন ফিনিশার হিসেবে ম্যাচের শেষটায় যা করার প্রয়োজন জাকের আলী অনিক সেটাই করেছিলেন। চারটি ছক্কা ও তিনটি চারে ২০৪.৩৫ স্ট্রাইক রেটে ২৩ বলে করেছেন অপরাজিত ৪৭ রান। ডানহাতি ব্যাটারের এমন ঝড়ো ব্যাটিংয়ের পরও সিলেট স্ট্রাইকার্সকে হার দেখতে হয়েছে। বিপিএলের ব্যাটিং প্রসবা উইকেটে দুইশ রান তাড়া কঠিন কিছু না হলেও অ্যারন জোন্স ও জর্জ মানজি সেটাকে অসম্ভব করে তুলেছেন।
ম্যাচ জিততে শেষ দুই ওভারে খুলনা টাইগার্সের প্রয়োজন ছিল ১৮ রান। মাহিদুল ইসলাম অঙ্কন, ইমরুল কায়েস, মোহাম্মদ নাওয়াজ ও আবু হায়দার রনির মতো ব্যাটার থাকায় কাজটা সহজই ছিল খুলনার জন্য। তবে ১৯তম ওভারে বোলিংয়ে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আকিফ জাভেদ। প্রথম বলে কোন রান না দেয়া বাঁহাতি পেসার পরের বলে ফিরিয়েছেন অঙ্কনকে। এক চারে ৫ রান করা ইমরুলকে নিজের শিকার বানিয়েছেন ওভারের শেষ ডেলিভারিতে। সেই ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে রংপুর রাইডার্সকে ম্যাচে ফেরান আকিফ।
উসমান খান এবং গ্রাহাম ক্লার্কের ঝড়ো হাফ সেঞ্চুরির পর মোহাম্মদ মিঠুনের ক্যামিও এবং হায়দার আলীর ফিনিশিংয়ে সিলেট ক্যাপিটালসের বিপক্ষে ছয় উইকেটে ২০৩ রান করে চিটাগাং কিংস। জবাবে জর্জ মানজির আগ্রাসী হাফ সেঞ্চুরি এবং জাকের আলী অনিকের ২৩ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংসের পরও ৩০ রানে হেরেছে সিলেট স্ট্রাইকার্স।
লিটন দাস এবং তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে পাত্তাই পায়নি দুর্বার রাজশাহী। ২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে এ দিন মাত্র ১০৫ রানে গুঁটিয়ে গেছে দলটি।
ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে লিটন বললেন, ‘দিনটা আমার ছিল।’ অথচ সবশেষ কয়েকমাস ধরেই দিন, রাত, সময় সবই তাঁর বিপক্ষে ছিল। এমনকি লিটনের সকালের শুরুটাও হয়েছিল দুঃসংবাদ পেয়ে। বাজে ফর্মের কারণে বেশ কিছুদিন যাবত আলোচনায় ছিলেন লিটন। কদিন আগে ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকে বাদ পড়ায় আলোচনাটা আরও বেশি জোরালো হয়। তবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিরেই ৭৩ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ওপেনার।