দলটির ব্যাটিং কোচ তুষার ইমরান জানিয়েছেন, ইনজুরির কারণে আসছেন না স্টার্লিং। আর ডিকওয়েলা বিশ্বকাপের স্কোয়াডে থাকার নিশ্চয়তা পেয়েছেন। ফলে লঙ্কান ক্রিকেট বোর্ডই তাকে ছাড়ছে না। এ কারণে বিপিএল শুরুর আগেই বেশ চাপে পড়ে গেছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি।
ক্রিকফ্রেঞ্জিকে তুষার বলেন, 'ডিকওয়েলার সঙ্গে তো প্রায় চূড়ান্ত কথাবার্তাই হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তাকে না ছাড়ায় আমরা একটু সমস্যায় পড়ে যাই।স্টার্লিং ইনজুরির কারণে সম্ভবত নিজেই সরে দাঁড়িয়েছে। তার হালকা চোট আছে বলেই জানা গেছে।'
এদিনে এনওসি পেলেও বিপিএলে খেলা অনিশ্চিত পাকিস্তানি স্পিনার আবরারের। তার এনওসি স্থগিত করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের পরিকল্পনাতে থাকায় তাকে বিপিএলে খেলতে দিচ্ছে না পিসিবি।
আবরারের বিষয়ে তুষার বলেছেন, 'আরেকজন আছেন আবরার—সে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি, খেলবে কি খেলবে না তা নিয়ে অপেক্ষায় রেখেছে। তাদের সামনে সিরিজ থাকায় বিষয়টা ঝুলে আছে।'
এরই মধ্যে অবশ্য দুজন ক্রিকেটারের সঙ্গে এরই মধ্যে চুক্তি করেছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। এর মধ্যে ক্যামেরন ডেলপোর্ট আসছেন বিপিএলে খেলতে। টুর্নামেন্টের শুরু থেকেই তাকে পাওয়া যাবে বলে আশাবাদী চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। দলটির হয়ে খেলতে আসছেন পাকিস্তানি ব্যাটার কামরান গুলামও।
এই বিষয়টি নিশ্চিত করে তুষার বলেন, 'আসালঙ্কার ব্যাপারটাও এখনো নিশ্চিত নয়। তার সঙ্গেও কথা হয়েছিল, তবে চূড়ান্ত হয়নি। আপাতত ডেলপোর্ট আর গুলাম—এই দুজনকে প্রায় নিশ্চিত ধরা যায়। ডিকওয়েলাও নিশ্চিতই ছিল, কিন্তু শেষ মুহূর্তে তাকে না পাওয়ায় নতুন করে বিদেশি খেলোয়াড় খুঁজতে হচ্ছে। সে কারণেই পুরো প্রক্রিয়াটা একটু দেরি হচ্ছে।'