জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্য তাড়ায় রাজশাহীকে দারুণ শুরু এনে দেন তানজিদ ও জিসান। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৪৪ রান। ইনিংসের পঞ্চম ওভারে জিসানের বিদায়ে ভাঙে জুটি। আব্দুল হালিমের ব্যাক অব লেংথ ডেলিভারিতে মিড অফের উপর দিয়ে খেলার চেষ্টায় ৯ বলে ১৩ রান করে আউট হয়েছেন ডানহাতি এই ওপেনার। শুরুর দিকে দ্রুত রান তুললেও পরবর্তীতে দেখেশুনে ব্যাটিং করেছেন তানজিদ। পাওয়ার প্লে শেষে আউট হয়েছেন তিনিও।
পেসার হালিমের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে চেয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। তবে টপ এজ হয়ে মিড অফে ক্যাচ দিয়েছেন তাওহীদ হৃদয়ের হাতে। ভালো শুরু পাওয়া তানজিদ ফেরেন ২২ বলে ৩১ রান করে। ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি ইয়াসির আলী রাব্বি। ৭ বলে ৮ রান করেছেন তিনি। এসএম মেহেরব করেছেন ১০ বলে ১২ রান। সাবধানী ব্যাটিংয়ে শান্ত ফিরেছেন ৩২ বলে ৩৪ রান করে। ২১ বলে ২৫ রান করে রাজশাহীর জয় নিশ্চিত করেছেন আকবর। রংপুরের হয়ে দুইটি উইকেট পেয়েছেন হালিম।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি রংপুর। ইনিংসের দ্বিতীয় ওভারে রিপনের গুড লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টায় বোল্ড হয়েছেন আনিসুল ইসলাম ইমন। শুরুর ধাক্কা সামলে জুটি গড়ে তোলেন ইফতিখার ও তাওহীদ হৃদয়। পাওয়ার প্লে'র সুযোগটা কাজে লাগিয়ে আক্রমণাত্বক ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকেন ইফতিখার। চার-ছক্কায় রংপুরের রান বাড়িয়েছেন বাঁহাতি এই ওপেনার। তাদের দুজনের ৫৬ রানের জুটি ভাঙেন সাকলাইন।
ডানহাতি পেসারের ফুলার লেংথের স্লোয়ার ডেলিভারিতে ছক্কা মারার চেষ্টায় লং অনে ক্যাচ দিয়েছেন ১৯ বলে ২৬ রান করা হৃদয়। দুর্দান্ত ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন ইফতিখার। তবে পঞ্চাশ ছোঁয়ার পর ফিরতে হয় তাকে। ওয়াসি সিদ্দিকীর অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে টেনে অন সাইডে খেলার চেষ্টায় ইয়াসিরের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ৬ চার ও দুই ছক্কায় ৪৫ বলে ৫৮ রান করেছেন বাঁহাতি এই ওপেনার।
পরবর্তীতে সোহান ও মৃত্যুঞ্জয়রা রানের গতি বাড়াতে পারেননি। সাকলাইনের স্লোয়ার ডেলিভারিতে শর্ট কভারের উপর দিয়ে খেলার চেষ্টায় ১৩ বলে ১০ রান করে আউট হয়েছেন সোহান। রংপুরের অধিনায়ক ফেরার রিপনের বলে আউট হয়েছেন মৃত্যুঞ্জয়। বাঁহাতি ব্যাটারকে ফেরেন ১৮ বলে ২১ রান করে। লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদদের ছাড়া শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে রংপুর। রাজশাহীর হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রিপন ও সাকলাইন।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স— ১৩৬/৫ (২০ ওভার) (ইফতিখার ৫৮, হৃদয় ২৬, মৃত্যুঞ্জয় ২১, সোহান ১০; রিপন ২/২৩, সাকলাইন ২/১৮)
রাজশাহী ওয়ারিয়র্স— ১৩৯/৫ (১৮.১ ওভার) (তানজিদ ৩১, জিসান ৯, শান্ত ৩৪, মেহেরব ১২, আকবর ২৫*; হালিম ২/৭)