ছয় দলের টুর্নামেন্টে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস। ৬ দলের এখনো ৪৫ ক্রিকেটার চূড়ান্ত হয়েছে। যাদের মধ্যে মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ ও সাহিবজাদা ফারহানের মতো ক্রিকেটাররা বিপিএল খেলতে সিলেটে পৌঁছেছে।
বিপিএল শুরুর আগে অবশ্য ছিটকে গেছেন ৬ ক্রিকেটার। চট্টগ্রামের পল স্টার্লিং, নিরোশান ডিকওয়েলা, আবরার আহমেদ এবং রংপুরের নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি ছিটকে গেছেন। বিপিএল খেলতে পারছেন না নোয়াখালীর সঙ্গে চুক্তি করা কুশল মেন্ডিসও। কদিন আগে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি খেলার সময় চোটে পড়েছেন শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটার।
বিপিএলের ৬ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড:
ঢাকা ক্যাপিটালস—
সরাসরি চুক্তি— তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস, উসমান খান, আরিফ হোসেন, ইমাদ ওয়াসিম, রহমানউল্লাহ গুরবাজ, জিয়া শরিফী, চৌধুরি শের আলী।
নিলাম থেকে— শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, ময়নুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইদ আকবরী।
রংপুর রাইডার্স—
সরাসরি চুক্তি— নুুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, খাওয়াজা নাফে, সুফিয়ান মুকিম, ডেভিড মালান, আকিফ জাভেদ, কাইল মেয়ার্স, ফাহিম আশরাফ, খুশদিল শাহ এবং ইফতিখার আহমেদ।
নিলাম থেকে— লিটন দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুল হালিম, মেহেদী হাসান সোহাগ, এমিলিও গে, মোহাম্মদ আখলাক।
নোয়াখালী এক্সপ্রেস—
সরাসরি চুক্তি— সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস, হাসান ইশাখিল, মাজ সাদাকাত, সেদিকউল্লাহ অটল এবং মোহাম্মদ নবি।
নিলাম থেকে— জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, রেজাউর রহমান রাজা, আবু হাশেম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী।
সিলেট টাইটান্স—
সরাসরি চুক্তি— মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, সাইম আইয়ুব, ইথান ব্রুকস, সালমান ইরশাদ এবং মঈন আলী।
নিলাম থেকে— খালেদ আহমেদ, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, রনি তালুকদার, আরিফুল ইসলাম, রুয়েল মিয়া, ইবাদত হোসেন, জাকির হাসান, শহিদুল ইসলাম, রাহাতুল ফেরদৌস জাভেদ, তৌফিক খান তুষার, মুমিনুল হক, অ্যাঞ্জেলো ম্যাথিউস, অ্যারন জোন্স।
রাজশাহী ওয়ারিয়র্স—
সরাসরি চুক্তি— তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, জেমস নিশাম, হুসাইন তালাত, বিনুরা ফার্নান্দো এবং সন্দীপ লামিচানে।
নিলাম থেকে— জিসান আলম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখির হোসেন শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান।
চট্টগ্রাম রয়্যালস—
সরাসরি চুক্তি— শেখ মেহেদী, তানভির ইসলাম, মির্জা তাহির বাগ, ক্যামেরন ডেলপোর্ট এবং কামরান গুলাম।
নিলাম থেকে— নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরি, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান সাগর।