সোমবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নাঈম হাসান সাইড স্ট্রেনের চোটে পড়েন। এরপর বিসিবির মেডিক্যাল বিভাগ থেকে তাকে দুই সপ্তাহের বিশ্রামের পরামর্শ দেয়া হয়। এর ফলে সিলেট পর্বে যে নাইমের খেলা হচ্ছে না সেটা এক প্রকার নিশ্চিত হয়ে যায়।
টুর্নামেন্টের বাকি অংশেও তার খেলা নিশ্চিত নয়। এমনটাই জানিয়েছে রংপুর রাইডার্সের বিশ্বস্ত একটি সূত্র। তারা নাঈমের বিকল্প খুঁজছেন বলেও জানা গেছে। নাঈম না থাকায় স্পিন বিভাগে সমন্বয় ও কৌশল নিয়ে বড় বিপাকে পড়তে যাচ্ছে বিপিএলের অন্যতম শক্তিশালী দলটি।
বিশেষ করে ঢাকার স্লো অ্যান্ড লো উইকেটে নাঈমের স্পিন বড় ভূমিকা রাখতে পারতেন। অবশ্য রংপুরে আছেন একাধিক স্পিনার। সেখানে রাকিবুল হাসান, আলিস আল ইসলামের মতো স্পিনার আছেন। বিদেশিদের মধ্যে খুশদিল শাহ ইফতিখার আহমেদও দলের প্রয়োজনে বল করতে পারেন।
এর বাইরে পার্ট টাইম স্পিন বোলিং করতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদও। লেগ স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান সোহাগও। ফলে এখন দেখার বিষয় রংপুর তাদের স্পিন আক্রমণ সাজায় কীভাবে।
রংপুর রাইডার্স—
সরাসরি চুক্তি— নুুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, খাওয়াজা নাফে, সুফিয়ান মুকিম, ডেভিড মালান, আকিফ জাভেদ, কাইল মেয়ার্স, ফাহিম আশরাফ, খুশদিল শাহ এবং ইফতিখার আহমেদ।
নিলাম থেকে— লিটন দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুল হালিম, মেহেদী হাসান সোহাগ, এমিলিও গে, মোহাম্মদ আখলাক।