
আইসিসি র্যাঙ্কিংয়ে রিশাদের চমক, লিটন-ইমনের উন্নতি
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিং করেছেন রিশাদ হোসেন। বিশেষ করে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অনবদ্য ছিলেন বাংলাদেশের এই লেগ স্পিনার। মাত্র ১৮ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। আর তাতেই ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠেছেন তিনি।