বিশ্বকাপে আলো ছড়িয়ে এগোলেন সোবহানা, পেছালেন জ্যোতি

নারী ক্রিকেট
বিশ্বকাপে আলো ছড়িয়ে এগোলেন সোবহানা, পেছালেন জ্যোতি
বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
শেষ হয়েছে নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে এই বিশ্ব আসরে আলো ছড়িয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশ দলের দুই ব্যাটার সোবহানা মোস্তারি ও ফারজানা হক। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃষ্টি বাধায় পড়েছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচটি হয়েছে পরিত্যক্ত।

এই ম্যাচেই ২১ বলে ২৬ রানের ইনিংস খেলেছিলেন সোবহানা, যেখানে ছিল ৪টি চার। সেই ইনিংসের সুবাদে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি। তার অবস্থান এখন ৫৫তম স্থানে। বিশ্বকাপে ৭ ম্যাচে ৩৯ গড়ে ১৯৫ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। ভারতের বিপক্ষে না খেললেও এগিয়েছেন ফারজানা হক। এই ব্যাটারের অবস্থান ৪৬ নম্বরে।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছেন শারমিন আক্তার সুপ্তা। এক ধাপ নিচে নেমে এখন তিনি ৩০তম স্থানে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দুই ধাপ পিছিয়েছেন। এই উইকেটরক্ষক ব্যাটারের অবস্থান এখন ৩৬তম। এদিকে ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা ওয়ানডে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছেন। ৮২৮ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে এই তারকা ব্যাটার।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর বাংলাদেশের বিপক্ষে ৩৪ রানে অপরাজিত ছিলেন স্মৃতি। আর তাতেই ক্যারিয়ারসেরা রেটিং অর্জন করে নিয়েছেন তিনি। যদিও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার ছয় ধাপ এগিয়ে উঠেছেন দ্বিতীয় স্থানে।

সাউথ আফ্রিকার লরা উলভার্ট উন্নতি করেছেন দুই ধাপ, বর্তমানে তিনি তৃতীয়। বোলারদের তালিকায় শীর্ষে আগের মতোই ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোন। সাউথ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেট নেয়া অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যালানা কিং পাঁচ ধাপ এগিয়েছেন।

তিনি দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন। তাকে জায়গা দিতে তিন নম্বরে নেমে গেছেন গার্ডনার। বাংলাদেশি বোলারদের মধ্যে নাহিদা আক্তার আছেন সেরা অবস্থানে। তিনি আগের মতোই ১৩ নম্বরেই আছেন। বাকিদের কারো অবস্থানের পরিবর্তন হয়নি। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার গার্ডনার।

আরো পড়ুন: নারী বিশ্বকাপ