র‍্যাঙ্কিংয়ে তানজিদ এগিয়েছেন ৮ ধাপ, এগোলেন লিটনও

লিটন দাস ও তানজিদ হাসান তামিম, ক্রিকফ্রেঞ্জি
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে অসাধারণ পারফর্ম করেছেন তানজিদ হাসান তামিম। তার ভালো খেলার ছাপ পড়েছে র‍্যাঙ্কিংয়েও। এই সংস্করণের ব্যাটারদের তালিকায় ৮ ধাপ উন্নতি করেছেন বাংলাদেশ এই ওপেনার।

promotional_ad

পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। তানজিদ ছাড়াও র‍্যাঙ্কিংয়ে এক ধাপ অগ্রগতি হয়েছে লিটন দাসের।


আরো পড়ুন

কথা রাখলেন না লিটনরা

২ সেপ্টেম্বর ২৫
ক্রিকফ্রেঞ্জি

টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে বর্তমানে ৩৬তম স্থানে আছেন তানজিদ। তালিকায় তার ওপরে আপাতত নেই বাংলাদেশের আর কেউ। বাংলাদেশ অধিনায়ক লিটনের অবস্থান হচ্ছে ৪৭তম।


বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এরপরই আছেন তাওহীদ হৃদয়। ৪৮ নম্বর স্থানে থাকা এই ব্যাটার ছয় ধাপ পিছিয়ে গেছেন। চলতি নেদারল্যান্ডস সিরিজে অবশ্য ব্যাটিংই পাননি হৃদয়। তার মতো ব্যাটিং না পাওয়া জাকের আলী চার ধাপ পিছিয়ে বর্তমানে আছেন ৬৩ নম্বরে।


promotional_ad

চার ধাপ পিছিয়ে ৭৮ নম্বর স্থানে আছেন নাজমুল হোসেন শান্ত। তিনি অবশ্য বাংলাদেশের টি-টোয়েন্টি দলে বর্তমানে নেই। বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছেন রিশাদ হোসেন, তার অবস্থান ২১ নম্বরে।


আরো পড়ুন

‘টস জিতে ফিল্ডিং কেন নিয়েছি টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে’

২ সেপ্টেম্বর ২৫
তানজিদ হাসান তামিমের হাফ সেঞ্চুরিতে সিরিজ জিতেছে বাংলাদেশ, ক্রিকফ্রেঞ্জি

এই সিরিজে না খেলা হাসান মাহমুদ ছয় ধাপ নেমে ৪৯ নম্বরে এসেছেন। আর এই সিরিজে প্রথম ম্যাচ খেলা শরিফুল ইসলাম তিন ধাপ পিছিয়ে গেছেন ৫০ ধাপ। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৩৮ নম্বরে আসেন মেহেদী হাসান মিরাজ।


এই সিরিজে না খেলা হাসান মাহমুদ ছয় ধাপ নেমে ৪৯ নম্বরে এসেছেন। আর এই সিরিজে প্রথম ম্যাচ খেলা শরিফুল ইসলাম তিন ধাপ পিছিয়ে গেছেন ৫০ ধাপ। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৩৮ নম্বরে আসেন মেহেদী হাসান মিরাজ।


এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বোলিংয়ে তেমন ভালো করতে না পারলেও, ব্যাট হাতে অসাধারণ ছিলেন সিকান্দার রাজা। এর প্রতিফলন দেখা গেছে র‌্যাঙ্কিংয়ে।


এই সংস্করণের অলরাউন্ডারদের তালিকায় প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার। আফগানিস্তানের মোহাম্মদ নবি ও আজমাতউল্লাহ ওমরজাইকে টপকে গেছেন তিনি। বাংলাদেশের মিরাজ আগের মতোই চারে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball