আইসিসি র‍্যাঙ্কিংয়ে সৌম্য-নাসুমের লম্বা লাফ, পেছালেন লিটন-মুস্তাফিজ

বাংলাদেশ
আইসিসি র‍্যাঙ্কিংয়ে সৌম্য-নাসুমের লম্বা লাফ, পেছালেন লিটন-মুস্তাফিজ
সৌম্য সরকার ও নাসুম আহমেদ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বুধবার হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই সিরিজে দারুণ ব্যাটিং করে আইসিসি র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছেন সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটার ৩ ম্যাচে ১৪০ রান করেছেন। তাতেই ৬২ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি।

এর মধ্যে সিরিজের শেষ ম্যাচে ৯১ রানের ইনিংস খেলেছেন তিনি। এর আগে সুপার ওভারে নিষ্পত্তির ম্যাচে ৪৫ রান করেছিলেন তিনি। তাওহীদ হৃদয় আইসিসি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটার। তিন ম্যাচে মোটে ৯১ রান করেছেন তিনি। সর্বোচ্চ ইনিংসটি ছিল ৫১ রানের। সেটা সিরিজের প্রথম ম্যাচে।

যদিও র‍্যাঙ্কিংয়ে তার উন্নতি হয়নি। ডানহাতি এই ব্যাটার ৩৫ নম্বরে নিজের জায়গা ধরে রেখেছেন। ক্যারিবিয়ানদের বিপক্ষে ভালো পারফরম্যান্স করতে না পারলেও ১ ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন নাজমুল হোসেন শান্ত। এই টপ অর্ডার ব্যাটার ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩ ম্যাচে ৯১ রান করেছেন।

মেহেদী হাসান মিরাজ আগের মতই ৬৩ নম্বরে অবস্থান করছেন। ৩ম্যাচে ৬৬ রান এসেছে তার ব্যাট থেকে। লিটন দাস ইনজুরির কারণে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে খেলতে পারেননি। আর তাতেই তিনি ৫ ধাপ পিছিয়েছেন। তিনি আছেন ৯৬ নম্বরে। সেরা একশ ব্যাটারের মধ্যে বাংলাদেশের আর কেউ নেই। সাইফ হাসান ৩ ম্যাচে ৮৯ রান করেও সেরা একশতে জায়গা পাননি।

মিরাজ বোলিংয়ে ৩ ম্যাচে ৩ উইকেট নিয়ে এক ধাপ এগিয়েছেন। এখন তার অবস্থান ১৭ নম্বরে। ২ ম্যাচে ৩.০৬ ইকোনোমিতে ৫ উইকেট নিয়ে নাসুম আহমেদ ২৪ ধাপ উন্নতি করেছেন। তার অবস্থান এখন ৪৭ নম্বরে। রিশাদ হোসেন ৩ ম্যাচে সর্বোচ্চ ১২ উইকেট নিয়ে ৪ ধাপ এগিয়ে ৬২ নম্বরে জায়গা করে নিয়েছেন।

তানভির ইসলাম ৩ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন ক্যারিবিয়ানদের বিপক্ষে। ২৭ ধাপ এগিয়ে যৌথভাবে ৬৮ নম্বরে আছেন। তানজিম হাসান সাকিব ৪ ধাপ পিছিয়েছেন। তিনি এখন ৭৭ নম্বরে পৌছে গেছেন। শরিফুল ইসলাম ২ ধাপ পিছিয়ে আছেন ৬৩ নম্বরে। মুস্তাফিজুর রহমান ২ ধাপ পিছিয়েছেন। তিনি এখন ৬০ নম্বরে। তাসকিন আহমেদ ২ ধাপ পিছিয়ে ৪০ নম্বরে অবস্থান করছেন।

এদিকে ইতিহাসে নাম লিখিয়েছেন রোহিত শর্মা। বিশ্বকাপের পর এবারই প্রথম ওয়ানডে খেলতে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অপরাজিত সেঞ্চুরি করে ভারতকে নয় উইকেটের জয় এনে দেন রোহিত। সেই ইনিংসের সুবাদেই আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও ভারতীয় সতীর্থ শুভমান গিলকে টপকে উঠে এসেছেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। ৩৮ বছর বয়সী রোহিত দীর্ঘ এক দশক ধরে ছিলেন সেরা দশের নিয়মিত সদস্য, তবে এবারই প্রথম ওয়ানডেতে বিশ্বের এক নম্বর ব্যাটার হিসেবে নাম লেখালেন তিনি।

আরো পড়ুন: আইসিসি র‍্যাঙ্কিং