আবারও শীর্ষে কোহলি

আইসিসি র‍্যাঙ্কিং
বিরাট কোহলি, এএফপি
বিরাট কোহলি, এএফপি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন বিরাট কোহলি। সর্বশেষ পাঁচ ইনিংসে তার রান যথাক্রমে ৭৪*, ১৩৫, ১০২, ৬৫* ও ৯৩। এমন ধারাবাহিক পারফরম্যান্সেই রোহিত শর্মাকে টপকে আইসিসির ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে জায়গা নিয়েছেন তিনি। এর ফলে ২০২১ সালের জুলাইয়ের পর আবারও ব্যাটারদের তালিকায় শীর্ষে ফিরেছেন কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০০ রান টপকে জয় পেয়েছে ভারত।

এই ম্যাচেও দলটির জয়ের নায়ক ছিলেন কোহলি। খেলেছিলেন ৯৩ রানের ঝকঝকে ইনিংস। কোহলি প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন ২০১৩ সালের অক্টোবরে। ১১তমবারের মতো আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন তিনি। যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। এদিকে নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেল ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন।

সিরিজের প্রথম ওয়ানডেতে ৭১ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি ক্যারিয়ারসেরা রেটিংয়ে পৌঁছান। কোহলির থেকে মাত্র এক রেটিং পয়েন্ট পিছিয়ে তিনি। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা মিচেল শেষ পাঁচ ওয়ানডেতে তিনটি হাফসেঞ্চুরি করেছেন, পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি সেঞ্চুরিও রয়েছে তার নামের পাশে। মিচেলের সতীর্থ ডেভন কনওয়ে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠে এসেছেন।

ওপেনিংয়ে ধারাবাহিক রানই এই উন্নতির মূল কারণ। বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মোহাম্মদ সিরাজের। তিনি পাঁচ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠেছেন, যেখানে তার সঙ্গে যৌথভাবে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন ভারতের বিপক্ষে ক্যারিয়ারসেরা চার উইকেট নেয়ার পর ২৭ ধাপ উন্নতি করে ৬৯তম স্থানে পৌঁছেছেন। সেখানে তিনি ভারতের আর্শদীপ সিংয়ের সঙ্গে যৌথ অবস্থানে রয়েছেন।

অ্যাশেজ সিরিজ শেষ হওয়ার পর একাধিক অস্ট্রেলিয়ান ক্রিকেটারের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। সবচেয়ে বড় উত্থান ট্রাভিস হেডের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে তিনি সাত ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন। সিরিজে তার সংগ্রহ ৬২৯ রান। এর মধ্যে তিনটি সেঞ্চুরি রয়েছে। অন্যদের মধ্যে জ্যাকব বেথেল সিরিজের শেষ টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সুবাদে ২৫ ধাপ এগিয়ে ৫২তম স্থানে উঠেছেন (টম ব্লান্ডেলের সঙ্গে যৌথভাবে)।

মাইকেল নেসার সিডনিতে ভালো পারফরম্যান্সের পর সাত ধাপ এগিয়ে ৪৭তম স্থানে। বিউ ওয়েবস্টার অ্যাশেজের শেষ টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সের কারণে তিন বিভাগেই উন্নতি করেছেন—ব্যাটিংয়ে ছয় ধাপ এগিয়ে ৫৮তম, বোলিংয়ে ২৯ ধাপ লাফিয়ে ৮০তম (জাস্টিন গ্রিভসের সঙ্গে যৌথভাবে) এবং অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ২২ ধাপ এগিয়ে ২৬তম স্থানে আছেন।

এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ ড্র করা সিরিজে পারফরম্যান্স করে শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা টি–টোয়েন্টি বোলার র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন। পাকিস্তানের পেসার সালমান মির্জা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে তিন উইকেট নিয়ে ১৬ ধাপ এগিয়ে ১৯তম স্থানে।

ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে শাহিবজাদা ফারহান এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছেন, আর অধিনায়ক সালমান আঘা ১৩ ধাপ উন্নতি করে ৪১তম স্থানে পৌঁছেছেন। অলরাউন্ডার তালিকায় সাইম আইয়ুব এক ধাপ পিছিয়েছেন। আর তাতেই জিম্বাবুয়ের সিকান্দার রাজা আবারও শীর্ষস্থান দখল করেছেন।

আরো পড়ুন: