লম্বা লাফে শীর্ষে থাকা মহারাজের খুব কাছে আর্চার

ছবি: জফরা আর্চার এখন তিন নম্বরে, ফাইল ফটো

বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ১৫তম স্থানে। ফাইনালে দুই উইকেট নেয়ার ফলেই তার এমন উন্নতি এসেছে। পেসার শাহীন শাহ আফ্রিদি চার ধাপ এগিয়ে পৌঁছে গেছেন ২২ নম্বরে। আর লেগস্পিনার আবরার আহমেদ ৩৯ ধাপ লাফিয়ে উঠে এসেছেন ২৭তম স্থানে। পুরো সিরিজে দুই ম্যাচে ছয় উইকেট ছিল তার ঝুলিতে।
সাউথ আফ্রিকাকে ৭২ রানে গুঁড়িয়ে বিশ্ব রেকর্ড গড়ে জিতল ইংল্যান্ড
৭ সেপ্টেম্বর ২৫
তবে এই সিরিজে সবচেয়ে বেশি অবদান রাখা বোলার ছিলেন মোহাম্মদ নবি। পুরো সিরিজে ১০ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেন তিনি। বাঁহাতি স্পিনার নবি বোলারদের র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে এখন ৩০ নম্বরে। এই তালিকায় শীর্ষে আছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি।
ব্যাটারদের তালিকায় সবচেয়ে বেশি উন্নতি করেছেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। তিন ম্যাচে ১৫৫ রান করে তিনি ৯ ধাপ এগিয়ে এখন ৬৮ নম্বরে। অন্যদিকে শ্রীলঙ্কার কুশল পেরেরা হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত হাফ সেঞ্চুরির মাধ্যমে তিন ধাপ এগিয়ে নবম স্থানে পৌঁছে গেছেন তিনি।

জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাও টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এগিয়ে গেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তিনি তিন ধাপ এগিয়ে এখন আছেন চতুর্থ স্থানে।
প্রোটিয়াদের টি-টোয়েন্টি দলে ফিরলেন মহারাজ-মিলার
২৩ আগস্ট ২৫
এদিকে ওয়ানডে র্যাঙ্কিংয়েও এসেছে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন। ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার সাম্প্রতিক সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা। র্যাঙ্কিংয়ে শেষে জায়গাও বদল হয়েছে অনেকের।
সিরিজে আট উইকেট নেয়া ইংলিশ পেসার জফরা আর্চার সবচেয়ে বেশি উন্নতি করেছেন। সিরিজের শেষ ম্যাচে সাউদাম্পটনে ১৮ রান খরচায় চার উইকেট নিয়ে তিনি ১৬ ধাপ এগিয়ে এখন আছেন ওয়ানডে বোলারদের তালিকায় তৃতীয় স্থানে।
বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাউথ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজ এখনো প্রথম স্থানে আছেন। আর্চারের থেকে মাত্র ২৬ রেটিং পয়েন্ট এগিয়ে। এই সিরিজেও মহারাজ নিয়েছেন আট উইকেট।
ইংল্যান্ডের আরেক বোলার আদিল রশিদ সাত ধাপ এগিয়ে হয়েছেন অষ্টম। ব্যাটারদের তালিকায় জো রুট পাঁচ ধাপ এগিয়ে ১৯তম, জস বাটলার সাত ধাপ এগিয়ে ৩৫তম এবং জ্যাকব বেথেল ৫৬ ধাপ এগিয়ে এখন ৬৫তম স্থানে উঠে এসেছেন।