ব্রেভিসের নামের পাশে এখন ৬১৪ রেটিং রয়েছে। উন্নতি হয়েছে প্রোটিয়া ব্যাটার ট্রিস্টিয়ান স্টাবসেরও। তিনি ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৮ নম্বরে। এর বাইরে অস্ট্রেলিয়ার টিম ডেভিড ও ক্যামেরন গ্রিনের উন্নতি হয়েছে। দুজনই ৬ ধাপ করে এগিয়েছেন। গ্রিনের অবস্থান ১৭ নম্বরে।
আর ডেভিড ১০ নম্বরে জায়গা করে নিয়েছেন। আর ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা। বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ২০ নম্বরে আছেন জশ হ্যাজলউড। ১৫ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। উন্নতি করেছেন লুঙ্গি এনগিডিও। তিনি ১৪ ধাপ এগিয়ে সেরা পঞ্চাশে ঢুকেছেন।
আইসিসির টি-টোয়েন্টির বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন জ্যাকব ডাফি। অলরাউন্ডারদের তালিকায় চূড়ায় ভারতের হার্দিক পান্ডিয়া। এদিকে টেস্ট র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। তিনি প্রথমবারের মতো উঠেছেন ৩ নম্বরে। শীর্ষে আছেন জসপ্রিত বুমরাহ। আর দুইয়ে কাগিসো রাবাদা।
হেনরি মূলত উন্নতি করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ১৬ উইকেট নিয়ে। টেস্টের ব্যাটারদের সেরা দশে কোনো পরিবর্তন আসেনি। জো রুট ৯০৮ পয়েন্ট নিয়ে আগের মতোই শীর্ষে। আর অলরাউন্ডারদের তালিকায় সবার ওপরে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।
ওয়ানডের বোলিং র্যাঙ্কিংয়েও সেরা দশে কোনো পরিবর্তন নেই। বোলারদের তালিকায় শীর্ষে আছেন মাহিশ থিকশানা। ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। ব্যাটিং র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি হয়েছে বাবর আজমের। তিনি এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন। দুইয়ে উঠেছেন রোহিত শর্মা। শীর্ষে আছেন শুভমান গিল।