আফগানদের কাছে ২০০ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ
সিরিজে টানা তিন ম্যাচ জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান। তৃতীয় ওয়ানডেতে হাশমতউল্লাহ শহীদির দল জিতেছে ২০০ রানের বড় ব্যবধানে। এ দিন ২৭.১ ওভারে মাত্র ৯৩ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। সাইফ হাসানের ৪৩ রানের ইনিংসটি ছাড়া আর কিছুই ছিল না উল্লেখ করার মতো। আফগানিস্তানের হয়ে রশিদ খান নেন তিন উইকেট। বিলাল সামি নেন পাঁচ উইকেট। সাইফ হাসান ছাড়া বাংলাদেশের আর কেউ যেতে পারেননি দুই অঙ্কে।