উপুল থারাঙ্গার নেতৃত্বাধীন আগের নির্বাচক কমিটি এর মধ্যে দিয়ে বিলুপ্ত করা হয়েছে। তবে নতুন কমিটিতে কিছু ধারাবাহিকতাও আছে। কারণ পারানাভিতানা ও ডি সারাম ছিলেন থারাঙ্গার কমিটিতেও। বিক্রমাসিংহে এর আগেও প্রধান নির্বাচক ছিলেন ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তিনি।
২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের দুর্বল পারফরম্যান্সের পর তাকে সেই পদ থেকে সরিয়ে দেয়া হয়। এরও আগে ২০১৩ থেকে ২০১৫ সময়কালে সনৎ জয়াসুরিয়ার নেতৃত্বাধীন (বর্তমানে প্রধান কোচ) একটি নির্বাচক কমিটিতেও তিনি সদস্য ছিলেন। নির্বাচক পরিবর্তনের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়।
শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা জানান, এই প্রক্রিয়ায় বোর্ডও যুক্ত ছিল। শ্রীলঙ্কার স্পোর্টস ল অনুযায়ী, এ ধরনের পরিবর্তন মূলত ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। নির্বাচক কমিটির নির্ধারিত কোনো মেয়াদ দেয়া হয়নি। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত তারা নিজেদের কাজ চালিয়ে যাবেন।
এ প্রসঙ্গে ডি সিলভা ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, 'শ্রীলঙ্কা ক্রিকেট মন্ত্রণালয়ে প্রায় দশজনের একটি নামের তালিকা পাঠায়, সেখান থেকেই তারা নির্বাচন করেছে। নির্দিষ্ট কোনো মেয়াদ নেই—পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।'