আইপিএলের জন্য নিউজিল্যান্ড সিরিজে ছাড় পাচ্ছেন মুস্তাফিজ

আইপিএল
আইপিএলের জন্য নিউজিল্যান্ড সিরিজে ছাড় পাচ্ছেন মুস্তাফিজ
কলকাতার জার্সিতে মুস্তাফিজুর রহমান
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলের এবারের নিলামে ঝড় তুলেছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। তাকে কিনতে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজকে দলে নিতে লড়াইয়ে নামে দিল্লি ও চেন্নাই। সাথে যোগ দেয় কলকাতা নাইট রাইডার্সও। শেষ পর্যন্ত তাকে কিনে নেয় কলকাতা।

এর ফলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হয়ে গেছেন মুস্তাফিজ। এর আগে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন মুস্তাফিজ। এবারের আইপিএলে মুস্তাফিজ সব ম্যাচে খেলতে পারবেন না সেটা আগে থেকেই জানা গেছে।

কারণ একই সময়ে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে। আসন্ন এই সিরিজটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। ফলে মুস্তাফিজকে আন্তর্জাতিক এই সিরিজে খেলেই আইপিএলে যোগ দিতে হবে। তবে মুস্তাফিজকে টি-টোয়েন্টি বা ওয়ানডে কোনো একটি সিরিজে বিশ্রাম দেয়ার কথা ভাবছে বাংলাদেশ।

ফলে আইপিএলে বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন বাঁহাতি এই পেসার। সেই সঙ্গে তাকে এনওসি দেয়ারও নিশ্চয়তা দিয়েছে বিসিবির একটি সূত্র। ক্রিকফ্রেঞ্জিকে সেই সূত্র জানিয়েছে, 'মুস্তাফিজ এখনও এনওসি এপ্লাই করেনি, তবে ওকে আমরা জানিয়ে দিয়েছি নিউজিল্যান্ড সিরিজের একটা নির্দিষ্ট ভাগ বাদে পুরো সময় সে আইপিএলে খেলতে পারব।'

এবারের আইপিএল নিলামে সর্বোচ্চ ২৫ কোটি ২০ লাখ রুপিতে ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে কলকাতা। এর বাইরে ১৮ কোটি রুপিতে একই দলে যোগ দিয়েছেন মাথিশা পাথিরানা। চেন্নাই দুই অখ্যাত ক্রিকেটার প্রশান্ত ভীর ও কার্তিক শর্মাকে কিনতে খরচ করেছে ১৪ কোটি ২০ লাখ করে। নিলামে পঞ্চম সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছেন মুস্তাফিজ।

আরো পড়ুন: আইপিএল