ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট বরুণের

আইসিসি র‍্যাঙ্কিং
ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট বরুণের
সাউথ আফ্রিকার বিপক্ষে বরুণ চক্রবর্তী
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইসিসি টি-টোয়েন্টি বোলার র‍্যাংকিংয়ের শীর্ষে নিজের রেটিং পয়েন্ট আরো বাড়িয়ে নিয়েছেন বরুণ চক্রবর্তী। ভারতের এই স্পিনার সাউথ আফ্রিকার বিপক্ষে চলমান হোম সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ক্যারিয়ারসেরা ৮১৮ রেটিং পয়েন্টে পৌঁছেছেন। যা তার ক্যারিয়ারসেরাও বটে। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিন ম্যাচে বরুণ নিয়েছেন ছয় উইকেট।

ধর্মশালায় সর্বশেষ ম্যাচে চার ওভারে দুই উইকেট দিয়ে মাত্র ১১ রান খরচ করেন তিনি, যা ভারতের সাত উইকেটের জয়ে বড় ভূমিকা রাখে। র‍্যাংকিংয়ে বরুণ এখন দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের জ্যাকব ডাফির চেয়ে ১১৯ পয়েন্ট এগিয়ে। একই সঙ্গে ৩৪ বছর বয়সী এই বোলার টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রেটিং পাওয়া বোলারদের তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছেন।

আগামী দুই মাসেরও কম সময়ের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা রক্ষার মিশনে নামবে ভারত। সেই লক্ষ্য পূরণে বরুণ চক্রবর্তীর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। র‍্যাঙ্কিংয়ে ভারতের জন্য আরও সুখবর এসেছে আর্শদিপ সিংয়ের উন্নতিতে।

সাউথ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ম্যাচে ম্যাচসেরা পারফরম্যান্সের পর তিনি চার ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠেছেন। অন্যদিকে সাউথ আফ্রিকার মার্কো জানসেন (২৫তম), লুঙ্গি এনগিডি (৪৪তম) ও অটনিল বার্টম্যানও (৬৮তম) বোলারদের র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন।

ব্যাটারদের র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে এখন দুজনই ভারতীয়। তিলক ভার্মা সাউথ আফ্রিকার বিপক্ষে ধারাবাহিক ব্যাটিংয়ে দুই ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছেন, আর অভিষেক শর্মা শীর্ষস্থান ধরে রেখেছেন।

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে পাকিস্তানের সাইম আইয়ুব শীর্ষে থাকলেও ভারতের শিভম দুবে দুই ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন। এদিকে টেস্ট র‍্যাংকিংয়েও পরিবর্তন এসেছে। ওয়েলিংটনে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের পর ডেভন কনওয়ে সাত ধাপ ও জ্যাকব ডাফি ১৫ ধাপ এগিয়ে গেছেন।

আরো পড়ুন: আইসিসি র‍্যাঙ্কিং