বাংলাদেশ সিরিজ দিয়ে ২২ বছর পর টেস্ট ফিরছে ডারউইনে

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের ম্যাচ দিয়েই টেস্ট ভেন্যু হিসেবে যাত্রা শুরু হয়েছিল মারারা ওভালের। প্রায় ২২ বছর পর ডারউইনের সেই মাঠে আবারও বাংলাদেশের হাত ধরেই ফিরছে টেস্ট ক্রিকেট। আগামী বছরের অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুটি টেস্ট নর্দান টেরিটরিতে অনুষ্ঠিত হবে, সেটি আগেই জানা ছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী এবার নিশ্চিত করেছেন, সিরিজের ম্যাচ দুটি হবে ম্যাকাই ও ডারউইনে। আগামী আগস্টে এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা, যদিও নির্দিষ্ট সূচি চূড়ান্ত হবে আগামী মাসে। মূল ভেন্যুর বাইরে এই দুই মাঠেই খেলতে হবে বাংলাদেশকে।

মূলত ২০২৭ সালের মার্চে হওয়ার কথা ছিল বাংলাদেশের এই অস্ট্রেলিয়া সফর। কিন্তু টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি উপলক্ষে একই সময়ে ইংল্যান্ডের সঙ্গে বিশেষ টেস্ট আয়োজন করবে অস্ট্রেলিয়া। সে কারণেই সূচি এগিয়ে এনে আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগস্ট মাসে অস্ট্রেলিয়ার মূল ভেন্যুগুলোতে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ কম হয়। সে সময় দেশটির শীতকাল থাকায় সাধারণত নর্দান টেরিটরিতে খেলা আয়োজন করা হয়। ডারউইনে ২০০৩ সালের জুলাইয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটের সূচনা হয়েছিল।

এর পরের বছর জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটি টেস্ট হয়েছিল মারারা ওভালে। সেটিই এখন পর্যন্ত এই মাঠের শেষ টেস্ট। এই ভেন্যুতে হওয়া চারটি ওয়ানডেতেই অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ, সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল গত আগস্টে, সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।

নর্দান টেরিটরিতে ডারউইনের পাশাপাশি এবার নতুন টেস্ট ভেন্যু হিসেবে যুক্ত হচ্ছে ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। সংস্কারের পর আধুনিক রূপ পাওয়া এই মাঠে এত দিন মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট নিয়মিত হলেও, বাংলাদেশের ম্যাচ দিয়েই ১০ হাজার দর্শক ধারণক্ষমতার এই মাঠে শুরু হবে ছেলেদের টেস্ট ক্রিকেটের নতুন অধ্যায়।