এশিয়া কাপ রাঙিয়ে প্রথমবারের মতো ওয়ানডে দলে সাইফ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলতি মাসের শেষে আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই তিনটি ম্যাচ।