হুট করে বিশ্বকাপে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ক্রিকেট স্কটল্যান্ডের চেয়ারম্যান উইলফ ওয়ালশ ও প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড। তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে আইসিসির প্রতি। অবশ্য বাংলাদেশের বদলে স্কটল্যান্ডের নাম ঘোষণার আগে আইসিসি তাদের কাছে মতামত জানতে চেয়েছিল। আইসিসির প্রস্তাব পেয়ে সম্মতি দিয়েছে স্কটল্যান্ড।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী লিন্ডব্লেড বলেন, 'আজ সকালে আইসিসির কাছ থেকে চিঠি পেয়েছি, সেখানে জানতে চাওয়া হয় যে আমাদের পুরুষ দল পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না এবং আমরা আমন্ত্রণ গ্রহণ করেছি।'
তিনি আরও যোগ করেন, 'এই আমন্ত্রণ জানানোর জন্য আইসিসির কাছে কৃতজ্ঞ আমরা। লাখ লাখ সমর্থকের সামনে বিশ্ব মঞ্চে প্রতিযোগিতা করার রোমাঞ্চকর সুযোগ স্কটল্যান্ডের খেলোয়াড়দের জন্য। আমরা বুঝতে পারছি যে, চ্যালেঞ্জিং ও ব্যতিক্রমী পরিস্থিতিতে এসেছে এই সুযোগ।'
ইউরোপ অঞ্চল থেকে বাছাইপর্বে ব্যর্থ হয়েছিল স্কটল্যান্ড। তারাই এবার 'সি' গ্রুপে বাংলাদেশের স্থলাভিষিক্ত হয়েছে। ফলে তারা প্রতিপিক্ষ হিসেবে পাচ্ছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালিকে। নিজেদের প্রথম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা মাঠে নামবে স্কটিশরা।
এরপর ৯ ফেব্রুয়ারি একই মাঠে তাদের প্রতিপক্ষ ইতালি। আর ১৪ ফেব্রুয়ারি স্কটল্যান্ড কলকাতায় মুখোমুখি হবে ইংল্যান্ডের। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তারা খেলবে নেপালের বিপক্ষে। বিশ্বকাপের প্রস্তুতি নিতে আগেভাগেই ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা।
লিন্ডব্লেড এ প্রসঙ্গে বলেন, 'আসন্ন সফরগুলোর প্রস্তুতির জন্য আমাদের দল কয়েক সপ্তাহ ধরে অনুশীলন করছে। আর এখন স্থানীয় কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে, খেলতে ও দারুণ একটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অবদান রাখতে দ্রুত ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা।'
ক্রিকেট স্কটল্যান্ডের চেয়ারম্যান ওয়ালশ বলেন, 'আজ সকালে আইসিসি চেয়ারম্যান জয় শাহর কাছ থেকে ফোন কল পাই আমি, যেখানে তিনি নিশ্চিত করেন যে, স্কটল্যান্ড আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য আমন্ত্রণ পাবে। দলের পক্ষ থেকে আমি আনন্দের সঙ্গে তা গ্রহণ করি, তারা যেতে ইচ্ছুক ও প্রস্তুত। এই সুযোগের জন্য আইসিসিকে ধন্যবাদ জানাই আমরা।'