নিলাম থেকে কেনার পরও মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়। পরবর্তীতে নিরাপত্তা ঝুঁকিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলো যেন সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হয় সেজন্য আইসিসির চিঠিও দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি কয়েক দফা বৈঠকও করেছেন আমিনুল ইসলাম বুলবুলরা।
যদিও আইসিসির সবুজ সংকেত পায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত তাদেরকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গুঞ্জন আছে বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। মহসিন নাকভি এমন কিছুর ইঙ্গিত দিয়ে রাখলেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। মদন লাল মনে করেন, বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করেছে পাকিস্তান।
এ প্রসঙ্গে ভারতের সাবেক ক্রিকেটার বলেন, ‘আমার মনে হয় এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল হলো যে পাকিস্তানও তাদের কিছুটা ভুল পথে পরিচালিত করেছে। কারণ দেখুন, পাকিস্তান নিজে তো বিশ্বকাপ খেলছে, কিন্তু বাংলাদেশ খেলছে না।’
বাংলাদেশের সিদ্ধান্তের সঙ্গে শুরু থেকেই একমত পোষণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেজন্য আইসিসিকে চিঠিও দেয় তারা। এমনকি আইসিসির বোর্ড সভার ভোটেও বাংলাদেশের পক্ষে দাঁড়ায় পিসিবি। তবে ভারতের সাবেক ক্রিকেটার অতুল মনে করেন, বাংলাদেশকে উসকে দিচ্ছে পাকিস্তান। এমনকি বিশ্বকাপে বাংলাদেশকে কেউ মিস করবে না, এমন কথাও জানিয়েছেন তিনি।
অতুল বলেন, ‘ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কেউই বাংলাদেশকে মিস করবে না। স্কটল্যান্ড বিশ্ব ক্রিকেটে তাদের সামর্থ্য দেখানোর সুযোগ পেয়েছে। এজন্য বাংলাদেশকে উসকে দিচ্ছে পাকিস্তান। নিরাপত্তা শঙ্কার জন্য বাংলাদেশ যে কারণটি দেখিয়েছে সেটা খুবই হাস্যকর।’