২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৯ দল চূড়ান্ত, বাকি একটি
সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের জয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছে ওমান এবং নেপাল। টুর্নামেন্টের ১৮ ও ১৯তম দল হিসেবে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে তারা। বিশ্বকাপের কয়েক মাস আগেই ১৯ দলের খেলা চূড়ান্ত হয়েছে। বাকি একটি দল আসবে এশিয়া-পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে।