হাঁটুর চোটে পিএসএল শেষ মিলনের
পিএসএলে এবার বড় ধাক্কা খেয়েছে করাচি কিংস। চিটকে গেছেন দলটির তারকা পেসার অ্যাডাম মিলনে। হাঁটুর চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশ আর তার খেলা হচ্ছে না।
পিএসএলে এবার বড় ধাক্কা খেয়েছে করাচি কিংস। চিটকে গেছেন দলটির তারকা পেসার অ্যাডাম মিলনে। হাঁটুর চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশ আর তার খেলা হচ্ছে না।
সাম্প্রতিক সময়ে একের পর এক ম্যাচ হেরেই চলেছে বাংলাদেশ। প্রধান কোচ হিসেবে আসার পর থেকেই ব্যর্থতায় সময় পার করছেন ফিল সিমন্স। আপাতত বাংলাদেশের ভক্তদের ধৈর্য ধরতে বলছেন ক্যারিবিয়ান এই কোচ।
সিলেট টেস্টে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয়ের পথে এক ধাপ এগিয়ে গেছে জিম্বাবুয়ে। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল গড়ে বাংলাদেশকে এবার চমকে দিয়েছে সফরকারীরা। তারা সেশন বাই সেশন ধরে খেলে বাংলাদেশকে হারিয়েছে সিলেটে। এবার চট্টগ্রামেও সেই পরিকল্পনাতেই এগোতে চায় জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হেরে ইতোমধ্যেই সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় নাজমুল হোসেন শান্তর দল। সিরিজ সমতায় আনতে আগ্রাসী ঘরানার ক্রিকেট খেলবে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এমনটা ইঙ্গিত দিয়েছেন ফিল সিমন্স।
বয়স ভিত্তিক ক্রিকেটে চোখধাঁধানো কিছু ইনিংস খেলে গত নভেম্বরে আইপিএলের মেগা নিলামে জায়গা পান বৈভব সূর্যবংশি। চলতি আইপিএলে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছেন তিনি। স্বল্প পরিসরে আলো ছড়িয়েছেন দুটিতেই। তবে বৈভবকে নিয়ে বেশি মাতামাতি করতে নারাজ রবি শাস্ত্রী। ভারতের সাবেক কোচের মতে, সফল বা ব্যর্থতা মাথায় না নিয়ে এখন তাকে শুধুই খেলতে দেয়া উচিত।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভালো অবস্থানে নেই কলকাতা নাইট রাইডার্স। ৯ ম্যাচে তিন জয় ও সাত পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি। তবে দলীয় পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন রিঙ্কু সিং। কলকাতার এই ব্যাটার ভাবছেন, আইপিএলে দলীয়ভাবে ৩০০ রান পাওয়া নিয়ে।
ইডেন গার্ডেন্সে ২০১ রান করেও পূর্ণ দুই পয়েন্ট পেল না পাঞ্জাব কিংস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বৃষ্টির কারণে পণ্ড হয়েছে ম্যাচটি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে এ দিন পয়েন্ট ভাগাভাগি করল দুই দল।
তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে নাটকীয় ব্যাপার হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। নিষেধাজ্ঞ দেয়া, এক ম্যাচ কমানো, আবার নিষেধাজ্ঞা দেয়া ও পরবর্তীতে এক বছর নিষেধাজ্ঞা পিছিয়ে দেয়ার মতো ঘটনা ঘটেছে।
মে মাসে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড 'এ' দল। আসন্ন এই সিরিজের প্রথম দুইটি ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সবশেষ কয়েকদিনে মাঠের বাইরে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা কাণ্ডের সঙ্গে আবাহনী লিমিটেডের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থাকায় এমনিতেও চাপে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। একই সময়ে বিকেএসপিতে হওয়া ম্যাচে আবাহনী জয় পাওয়ায় চাপটা দ্বিগুণ হয়ে উঠে তাদের জন্য। মিরপুরে গাজী ক্রিকেটার্সের বিপক্ষে হারলেই তারকাঠাসা দল সাজিয়েও শিরোপা ছুঁয়ে দেখা হবে না হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, ইবাদত হোসেনদের। ম্যাচ জিততে শেষ ২ ওভারে ২৩ রান করতে হতো মোহামেডানকে।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। সিলেট টেস্টের বদলা চট্টগ্রামে নিতে পারে বাংলাদেশ। এবার জিম্বাবুয়ের লক্ষ্য বাংলাদেশের সেই লড়াই থামানো। দলটির ওপেনার বেন কারান জানিয়েছেন তারা জানেন ম্যাচটি সহজ হবে না।
ইমরানুজ্জামানের সেঞ্চুরির সঙ্গে তাইবুর রহমান ও প্রিতম কুমারের হাফ সেঞ্চুরিতে সাড়ে তিনশর কাছাকাছি পুঁজি পায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ আবরার না থাকায় গুলশান ক্রিকেট ক্লাবের জন্য ৩৪০ রান পেরিয়ে যাওয়া কঠিনই হওয়ার কথা ছিল। রান তোলার চাপে গুলশানের ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে।