হাঁটুর চোটে পিএসএল শেষ মিলনের

ছবি: করাচির অনুশীলনে অ্যাডাম মিলনে, পিএসএল

এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে। লাহোর কালান্দার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন মিলনে। সেই চোটই এবার তাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে।
পিএসএলে প্রতি ম্যাচে ভালো করার প্রত্যাশা নিয়ে দেশ ছাড়লেন নাহিদ
২৬ এপ্রিল ২৫
শুরুতে তার চোট খুব বেশি গুরুতর মনে করেনি ফ্র্যাঞ্চাইজিটি। তাকে দলের সঙ্গে রেখেই পুনর্বাসন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে এবার জানা গেছে তিনি দেশে ফিরে যাবেন।

করাচি কিংসের ম্যানেজমেন্ট মিলনের অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছে। একজন কিউই ক্রিকেটার ফিরে গেলেও পিএসএলে ফিরেছেন আরেক কিউই ব্যাটার।
তিনি এরই মধ্যে লাহোরে করাচি দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে দলে নিয়েছিল করাচি। যদিও আইপিএলে ধারাভাষ্য দেয়ার কারণে পিএসএলের শুরুতে তাকে পাওয়া যায়নি।