চট্টগ্রামে স্পিন আরও প্রভাব ফেলবে বলে বিশ্বাস আরভিনের

সংবাদ সম্মেলনে ক্রেইগ আরভিন, ক্রিকফ্রেঞ্জি
সিলেট টেস্টে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয়ের পথে এক ধাপ এগিয়ে গেছে জিম্বাবুয়ে। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল গড়ে বাংলাদেশকে এবার চমকে দিয়েছে সফরকারীরা। তারা সেশন বাই সেশন ধরে খেলে বাংলাদেশকে হারিয়েছে সিলেটে। এবার চট্টগ্রামেও সেই পরিকল্পনাতেই এগোতে চায় জিম্বাবুয়ে।

promotional_ad

সোমবার চিটাগংয়ে শুরু হচ্ছে সিরিজ নির্ধারণিী দ্বিতীয় ম্যাচটি। এই ম্যাচের উইকেট কেমন হবে সেই ব্যাপারে সম্পূর্ণ ধারণা না পেলেও সচরাচর চিটাগংয়ের উইকেট ব্যাটিং বান্ধবই হয়। উইকেট নিয়ে খুব বেশি ধারণা না পেলেও নিজেদের পরিকল্পনা স্থির করে ফেলেছে জিম্বাবুয়ে।


আরো পড়ুন

মুজারাবানি-নিয়াউচিদের নিয়ে গর্বিত আরভিন

২৪ এপ্রিল ২৫
ব্লেসিং মুজারাবানিকে নিয়ে উচ্ছ্বসিত জিম্বাবুয়ে দল, ক্রিকফেঞ্জি

সেই লক্ষ্যের কথা জানিয়ে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন বলেছেন, ‘আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে জরুরি হলো সেই প্রক্রিয়াগুলো বুঝে নেওয়া, যেগুলো আমাদের টেস্ট জয় এনে দিয়েছে। শুধু ১-০ ব্যবধানে এগিয়ে আছি বলে বাড়তি চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই বা এই ভেবে নয় যে এখন সিরিজ জিততেই হবে।'


তিনি আরও যোগ করেন, 'আমাদের লক্ষ্য হওয়া উচিত পুরো ব্যাপারটিকে ছোট ছোট ধাপে ভাগ করে নেওয়া এবং নিজেদের প্রক্রিয়া ও পরিকল্পনায় অটুট থাকা। যতটা সম্ভব দীর্ঘ সময় ধরে এটা ধরে রাখতে পারলেই নিজেদের জন্য সেরা সুযোগ তৈরি হবে। ফলাফল নিয়ে আগে থেকেই ভাবতে শুরু করলে চলবে না।’


promotional_ad



আরো পড়ুন

ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশের যুবাদের দল ঘোষণা

১০ জুলাই ২৫
ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ৩ উইকেটের জয় পেয়েছে জিম্বাবুয়ে। যা ৪ বছর পর সাদা পোশাকে বাংলাদেশকে হারানোর রেকর্ড তাদের। সিলেটের পারফরম্যান্স চট্টগ্রামে আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন আরভিন। তিনি বলেন, ‘সিলেটে জয় আমাদের মধ্যে অবশ্যই একটা ভালো আবহ, ভালো পরিবেশ এবং আত্মবিশ্বাস তৈরি করেছে। এই মুহূর্তে দলের ভেতর একটা দারুণ অনুভূতি কাজ করছে।’


নেটের কিছু বল দেখে আরভিনের ধারণা চট্টগ্রামের উইকেট হবে একটু ধীর। স্পিন আরও বেশি প্রভাব রাখতে পারবে বলে আশাবাদী তিনি। কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে পারফর্ম করার দিকেই মনোযোগ জিম্বাবুয়ের। ম্যাচের আগের দিনই তারা একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে স্থির করেছে বলে জানিয়েছেন আরভিন।


তিনি বলেন, ‘নেটে বল কিছুটা ধীরগতির মনে হয়েছে। সম্ভবত ম্যাচ যত এগোবে, স্পিন আরও বেশি প্রভাব ফেলতে পারে। তবে আবারও বলছি, কন্ডিশন বুঝে নেওয়া এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াটাই এখন সবচেয়ে জরুরি। আমরা চেষ্টা করব কন্ডিশন যতটা ভালোভাবে মূল্যায়ন করা যায়, যাতে টেস্ট ম্যাচ জয়ের সম্ভাবনা বাড়ে। যেমনটা বলেছি, কন্ডিশন মূল্যায়ন করাই মূল বিষয়। আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য যতটা সম্ভব দেরি করতে চাই, যাতে বোঝা যায় কোন কম্বিনেশন আমাদের জন্য সবচেয়ে ভালো হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball