promotional_ad

সারাদিনে টেনেটুনে ২০০ নয়, ইতিবাচক ব্যাটিংয়ের পরামর্শ সিমন্সের

গণমাধ্যমে কথা বলছেন ফিল সিমন্স, ক্রিকফ্রেঞ্জি
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হেরে ইতোমধ্যেই সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় নাজমুল হোসেন শান্তর দল। সিরিজ সমতায় আনতে আগ্রাসী ঘরানার ক্রিকেট খেলবে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এমনটা ইঙ্গিত দিয়েছেন ফিল সিমন্স।

promotional_ad

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাত্র ১৯১ রানে অল আউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দলটি করে ২৫৫ রান। যদিও প্রথম ইনিংসে ২৭৩ রান করা জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে লক্ষ্য তাড়া করে তিন উইকেট হাতে রেখেই।


আরো পড়ুন

সবাইকে ধৈর্য ধরতে বলছেন সিমন্স

৭ ঘন্টা আগে
গণমাধ্যমে কথা বলছেন ফিল সিমন্স, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশের হয়ে দুই ইনিংস মিলিয়ে রান করেন কেবল মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত এবং জাকের আলী। বাকিদের প্রত্যেকেই দৃষ্টিকটু শটে উইকেট বিলিয়ে এসেছেন। উল্লেখ করার মতো ছিল মুশফিকুর রহিমের দুই ইনিংসের ব্যর্থতা। ব্যাটারদের একই ভুল প্রতি ম্যাচে মেনে নিতে পারবেন না বলে হুঁশিয়ারি করেছেন সিমন্স।


সিমন্স বলেন, 'আমরা একটা ইউনিট হিসেবে বিবেচনা করি। কিন্তু সত্যি কথা বলতে গেলে, আমরা পুরোপুরি ঠিকভাবে প্রস্তুত হইনি, আর তাতেই কিছু সমস্যায় পড়েছি। আমাদের পরিকল্পনা হলো আমাদের নিজস্ব ইতিবাচক টেস্ট ক্রিকেটের ব্র্যান্ড খেলাটা চালিয়ে যাওয়া—শুধু বসে থেকে দিনে ২০০ রান করাই নয়, বরং চরিত্র দেখানো।'


promotional_ad

'তবে আপনি যেটা বারবার বলছেন, সেটা হলো পরিবর্তনের কথা—এই জায়গায় পৌঁছাতে আমাদের একটু সময় লাগবে।


আরো পড়ুন

সিদ্ধান্ত বদলাতে শরফুদ্দৌলাকে অনুরোধ করবে বিসিবি

১ ঘন্টা আগে
ফাইল ছবি

তবে ছেলেদের আমি বলেছি, হ্যাঁ, কিছু বাজে শট খেলেছে, কয়েকটা সহজভাবে আউট হয়েছে, কিন্তু এসব যাতে বারবার না হয়, সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এটা আমরা প্রতি ম্যাচেই মেনে নিতে পারি না।'


সিলেট টেস্টে বাংলাদেশের একাদশে ছিল তিন পেসার এবং দুই স্পিনার। এই কম্বিনেশন থেকে বের হতে চান না টাইগার কোচ। ম্যাচ জিততে হলে পাঁচজন বিশেষজ্ঞ বোলার দলে রাখার পক্ষে তিনি। একাদশ এখনো চূড়ান্ত না হলেও আগামীকাল শুরু হতে যাওয়া টেস্টেও হবে এমন কিছুই।


সিমন্স আরো বলেন, 'আমার কাছে টেস্ট ক্রিকেট মানে পাঁচজন মূল বোলার থাকা—পাঁচটা বোলার। বিশেষ করে এই কন্ডিশনে, যেখানে আমরা আগেও খেলেছি, এখানে ২০ উইকেট নিতে হলে পাঁচজন ফ্রন্টলাইন বোলার প্রয়োজন। আমাদের দলে টপ ক্লাস বোলার আছে, যারা নিজেদের প্রমাণ করেছে। কেউ কেউ গত ম্যাচে রান পায়নি, কিন্তু এখানে আগেও টেস্ট সেঞ্চুরি করেছে। তবু আমি বিশ্বাস করি, জেতার জন্য আমাদের ব্যালেন্স ঠিক রাখতে হবে।'


'চার বোলার দিয়ে নিয়মিতভাবে ম্যাচ জেতা কঠিন। তাই আমাদের টেমপ্লেট হতে হবে পাঁচজন বোলার নিয়ে মাঠে নামা। বোলিং কম্বিনেশন নিয়ে এখনো চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। এটা হতে পারে তিনজন পেসার ও দুইজন স্পিনার, আবার উল্টোটাও হতে পারে—সবকিছু নির্ভর করছে কন্ডিশনের ওপর। এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball