কিউইদের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলে সোহান-বিজয়-মুস্তাফিজরা

ছবি: এনামুল হক বিজয় ও নুরুল হাসান সোহান, বিসিবি

পহেলা মে বাংলাদেশে পা রাখবে কিউইরা, যেখানে তাদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুইটি চারদিনের ম্যাচ খেলার কথা রয়েছে। বাংলাদেশ 'এ' দলে ডাক পেয়েছেন মুস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহানরা।
দর্শকের ওপর চড়াও হওয়ার কারণ জানালেন খুশদিল
২৫ এপ্রিল ২৫
সেই সঙ্গে দলে রাখা হয়েছে পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, শরিফুল ইসলামের মতো জাতীয় দলের ক্রিকেটারদের। দলে সুযোগ পেয়েছেন জাতীয় দলে অনিয়মিত শামীম হোসেন পাটোয়ারি, তানভির ইসলাম ও নাইম হাসানরা।

বাংলাদেশ 'এ' দল (প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ম্যাচ)-
বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর লড়াই থামিয়ে দিতে চায় জিম্বাবুয়ে
১০ ঘন্টা আগে
পরভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম ভূঁইয়া, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শামিম হোসেন পাটোয়ারি, তানভির ইসলাম, নাইম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রেজাউর রহমান রাজা।
নিউজিল্যান্ড 'এ' দলের বাংলাদেশ সফরের সূচি-
তারিখ | সূচি | শুরুর সময় | ভেন্যু |
১ মে | নিউজিল্যান্ড 'এ' দল আগমন | ||
৫ মে | ১ম একদিনের ম্যাচ | সকাল ৯:৩০ | সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম |
৭ মে | ২য় একদিনের ম্যাচ | সকাল ৯:৩০ | সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম |
১০ মে | ৩য় একদিনের ম্যাচ | সকাল ৯:৩০ | সিলেট স্টেডিয়াম, গ্রাউন্ড ২ |
১৪-১৭ মে | ১ম চারদিনের ম্যাচ | সকাল ১০:০০ | সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম |
২১-২৪ মে | ২য় চারদিনের ম্যাচ | সকাল ১০:০০ | মিরপুর স্টেডিয়াম |
২৫ মে | নিউজিল্যান্ড 'এ' দল প্রস্থান |