বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই হাসারাঙ্গা
বল হাতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার অন্যতম সেরা পারফর্মার ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু টি-টোয়েন্টি সিরিজ শুরুর ঠিক আগেই চোট পেলেন দলের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তৃতীয় ওয়ানডে খেলার সময় ডান পায়ের চোটে পড়েছেন তিনি।