গিলক্রিস্টের চেয়ে ভালো ব্যাটসম্যান পান্ত, দাবি অশ্বিনের

অ্যাডাম গিলক্রিস্ট ও ঋষভ পান্ত
এন্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলমান সিরিজে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ঋষভ পান্ত। সেই সঙ্গে রয়েছে একটি হাফ সেঞ্চুরিও। আর তাতেই ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। সিরিজের তিন ম্যাচ বাকি থাকতেই পান্ত তুলে নিয়েছেন ৩৪২ রান। যা ভারতীয় উইকেটরক্ষকদের মধ্যে এক সিরিজে সর্বোচ্চ।

promotional_ad

ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দুই ইনিংসেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। এর আগে এই কীর্তি ছিল শুধু জিম্বাবুরের অ্যান্ডি ফ্লাওয়ারের। এমন পারফরম্যান্সের পর পান্তকে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে তুলনা করছেন অনেকে। তবে রবিচন্দ্রন অশ্বিনের চোখে গিলক্রিস্টের চেয়েও ভালো ব্যাটসম্যান পান্ত।


আরো পড়ুন

ক্রিকেটে বদলির নতুন নিয়ম চালু করল বিসিসিআই

১৭ আগস্ট ২৫
আহত হয়ে মাঠ ছাড়ছেন ঋষভ পান্ত, ফাইল ফটো

এর পক্ষে যুক্তি দিয়ে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, 'আমি ঋষভ পান্তকে তার মান অনুযায়ী বিচার করতে চাই। সে চমৎকার খেলোয়াড়। সে অ্যাডাম গিলক্রিস্ট নয়। অনেক মানুষ তাকে গিলক্রিস্টের সঙ্গে তুলনা করে। গিলক্রিস্টের এত ভালো ডিফেন্স ছিল না। ঋষভ পান্তের ডিফেন্সের মান খুব উঁচু। ঋষভ পান্তকে বিশ্বের সেরা ব্যাটারদের সঙ্গে তুলনা করা উচিত, গিলক্রিস্টের সঙ্গে নয়। অ্যাডাম গিলক্রিস্ট একজন দুর্দান্ত ব্যাটার ছিলেন। তিনি সাত নম্বরে ব্যাটিং করে খেলার মোড় বদলে দিতেন। ঋষভ পান্ত পাঁচ নম্বরে ব্যাটিং করছে। ঋষভ পান্ত তার মতো খেলতে পারে।'


promotional_ad

পান্তের মতোই তুমুল ফর্মে আছেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল। এজবাস্টন টেস্টে দুই ইনিংসে ৪৩০ রান করেছেন তিনি। এখন পর্যন্ত এন্ডারসন-টেন্ডুলকার সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও গিল। তবে অশ্বিনের চাওয়া পান্ত গিলের মতো না খেলুক। পান্তের নিজস্ব একটি ধরণ আছে। পান্ত সেভাবে খেলেই সফল হবে বলে বিশ্বাস সাবেক ভারতীয় এই স্পিনারের।


আরো পড়ুন

ধোনিকে আর আইপিএলে দেখতে চান না গিলক্রিস্ট

৩০ এপ্রিল ২৫
অ্যাডাম গিলক্রিস্ট ও মহেন্দ্র সিং ধোনি

তিনি বলেন, 'আমি চাই না শুভমান গিলের মতো খেলুক পান্ত। কিন্তু আমি ঋষভের মধ্যে কিছু সংযম আর নিয়ন্ত্রণ দেখতে চাই। যখন তুমি জাল ফেলে মাছ ধরো, মাছও জানে যে এটা বিপদ হতে পারে, কিন্তু তবুও সেটা আসে, কারণ সেখানে টোপ থাকে। ঋষভ পান্ত যখন ব্যাট করে, তখন শোয়েব বশির কী করে? সে বলটা অফ স্টাম্পের বাইরে ফেলে, লং অন ফিল্ডার পেছনে রাখে। আমি চাই ঋষভ মারুক, আমি ওই বিনোদনটাও চাই, কিন্তু আমি চাই সে যেন বোলারকে বোকা বানিয়ে সেটা করে।'


পান্তকে পরামর্শ দিয়ে অশ্বিন আরও বলেন, 'তুমি জানো পরিকল্পনাটা কী, ওর (বোলারের) মাথায় এখন ওই প্ল্যানটাই ঘুরছে। সেই ফাঁদে পা দিও না। অন্য কিছু মারো। যেমন রবি ভাই বলেন, যদি রিভার্স সুইপের জন্য ফিল্ড সেট করা না থাকে, তাহলে সেখানে মারো। ফাঁদে পড়ে যেও না। আমি সত্যিই এটা দেখতে চাই। আমি দেখতে চাই ঋষভ পান্ত ১৪৩ রানে ব্যাট করছে এবং কীভাবে সে ২০০ করছে। যদি পান্ত এমনভাবে ব্যাট করে, ভারত যেকোনো সময় ইনিংস ঘোষণা করতে পারে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball