promotional_ad

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার, সিরিজ শ্রীলঙ্কার

ক্রিকফ্রেঞ্জি
রান তাড়ায় তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ভালো শুরুর প্রচেষ্টায় ছিলেন। তবে উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ভালো শুরু করতে দেননি আসিথা ফার্নান্দো। ওপেনার তানজিদকে ফিরিয়ে জুটি ভাঙেন। একটু পর নাজমুল হোসেন শান্তর উইকেট তুলে নেন দুশমন্থ চামিরা। দ্রুত দুই উইকেট হারানোর পর ইমন ও হৃদয় মিলে চাপ সামলানোর চেষ্টা করলেও সেটা কাজে আসেনি। বাঁহাতি ওপেনার আউট হয়েছেন পাওয়ার প্লে শেষেই।

promotional_ad

মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারিরা দ্রুত ফিরে গেলেও হাফ সেঞ্চুরি তুলে নেন হৃদয়। পাল্লেকেলেতে জিততে হলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। ব্যাটিং নির্ভর উইকেটে সেটা করতে পারারই কথা ছিল। অথচ হৃদয়ের হাফ সেঞ্চুরির পরও দুইশ ছুঁতে পারেনি সফরকারীরা। বাংলাদেশকে ৯৯ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে টানা ৮ ওয়ানডে সিরিজ জিতল স্বাগতিকরা।


আরো পড়ুন

হৃদয়কে চাপে ফেলতে চাননি মিরাজ

৩ ঘন্টা আগে
জুটির পথে মিরাজ ও হৃদয়, ক্রিকফ্রেঞ্জি

পাল্লেকেলেতে জয়ের জন্য ২৮৬ রানের লক্ষ্য তাড়ায় তৃতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। আসিথার ফুলার লেংথ ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন তানজিদ। ভালো শুরু পাওয়া বাঁহাতি ওপেনার ফিরেছেন ৩ চারে ১৭ রান করে। পরের ওভারে আউট হয়েছেন শান্তও। চোটের কারণে তৃতীয় ম্যাচ খেলা নিয়ে খানিকটা শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত একাদশে ছিলেন তিনি। তবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি সিরিজ নির্ধারণীর মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও।


চামিরার দারুণ এক ডেলিভারিতে শান্ত বোল্ড হয়েছেন ৩ বলে কোন রান করতে না পেরেই। ১ রানের ব্যবধানে দুই উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তারা দুজনে মিলে পাওয়ার প্লে সামলেছেন বেশ ভালোভাবেই। তবে পাওয়ার প্লে শেষে প্রত্যাশিত রান তুলতে পারছিলেন না কেউই। চাপ থেকে বের হতে গিয়ে দুনিথ ওয়াল্ললাগের লেংথ ডেলিভারিতে স্লগ সুইপ করতে গিয়ে সীমানার কাছে নিশান মাদুশকার হাতে ক্যাচ দিয়েছেন ৪৪ বলে ২৮ রান করা ইমন।


প্রথম দুই ম্যাচে ভালো করতে না পারলেও তৃতীয় ম্যাচে শুরুটা ভালো করেছিলেন মিরাজ। তবে দ্রুত রান তোলার চেষ্টায় নিজের উইকেট দিয়ে গেছেন বাংলাদেশের অধিনায়ক। ওয়াল্লালাগের বলে তুলে মারতে গিয়ে লং অফে ক্যাচ দিয়েছেন ২৫ বলে ২৮ রান করে। শামীমও ফিরে গেছেন দ্রুতই। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টায় স্টাম্পিং হয়েছেন। সবার আসা-যাওয়ার মাঝে একটু পর ৭৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন হৃদয়।


promotional_ad



আরো পড়ুন

সিরিজ জিততে ‘জানপ্রাণ দিয়ে’ লড়বে শ্রীলঙ্কা

১৬ ঘন্টা আগে
শ্রীলঙ্কা দল, ফাইল ফটো

তিনিও আউট হয়েছেন পঞ্চাশ ছোঁয়ার পরই। চামিরার অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ৫১ রান করা হৃদয়। শেষের দিকে তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদরা ফিরেছেন দ্রুতই। জাকের ২৭ রানের ইনিংস খেলে কেবল হারের ব্যবধান কমিয়েছেন। বাংলাদেশকে ৯৯ রানে হারানোর দিনে তিনটি উইকেট নিয়েছেন আসিথা ও চামিরা।


এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। তানজিমের অফ স্টাম্পের বাইরের বলে এজ হয়ে প্রথম স্লিপে শান্তর হাতে ক্যাচ দেন মাদুশকা। পাওয়ার প্লের বাকিটা সময় ভালোভাবেই সামাল দেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ৫৬ রানের জুটি। ৩৫ রান করা নিশাঙ্কাকে ফিরিয়ে জুটি ভাঙেন তানভীর ইসলাম। বাঁহাতি স্পিনারের বলে ডিপ স্কয়ার লেগে ইমনকে ক্যাচ দেন।


চারে নামা কামিন্দু মেন্ডিসকে থিতু হতে দেননি মিরাজ। ডানহাতি এই অফ স্পিনারের শর্ট বলে পুল করতে গিয়ে ব্যর্থ হয়ে লেগ বিফোর উইকেট হয়েছেন কামিন্দু। বাঁহাতি ব্যাটার আউট হয়েছেন ১৬ রানে। খানিকটা চাপে পড়লেও বিপর্যয় সামলে মেন্ডিস ৫৮ বলে হাফ সেঞ্চুরি করেন। তাকে সঙ্গ দেয়া চারিথ আসালাঙ্কা পঞ্চাশ ছুঁয়েছেন ৬০ বলে। একটু পর ৯৫ বলে সেঞ্চুরি করেন মেন্ডিস। তারা দুজনে মিলে গড়েন ১২৪ রানের জুটি।


৬৮ বলে ৫৮ রানের ইনিংস খেলা আসালাঙ্কাকে লং অনে মিরাজের হাতে ক্যাচ বানিয়ে ফেরান তাসকিন। লঙ্কান অধিনায়কের বিদায়ে ভাঙে মেন্ডিসের সঙ্গে জুটি। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করা জানিথ লিয়ানাগে ১২ রান করে ফিরেছেন মিরাজের বলে। সেঞ্চুরিয়ান মেন্ডিসকে ১২৪ রানে থামিয়েছেন শামীম। শেষের দিকে হাসারাঙ্গা ও চামিরার ব্যাটে ২৮৫ রান তোলে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মিরাজ ও তাসকিন।


সংক্ষিপ্ত স্কোর:


শ্রীলঙ্কা- ২৮৫/৭ (৫০ ওভার) (নিশাঙ্কা ৩৫, মাদুশকা ১, মেন্ডিস ১২৪, কামিন্দু ১৬, আসালাঙ্কা ৫৮; মিরাজ ২/৪৮, তাসকিন ২/৫১)


বাংলাদেশ- ১৮৬/১০ (৩৯.৪ ওভার) (ইমন ২৮, তানজিদ ১৭, মিরাজ ২৮, হৃদয় ৫১, শামীম ১২, জাকের ২৭; আসিথা ৩/৩৩, চামিরা ৩/৫১)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball