promotional_ad

রুটকে ছাড়িয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রুক, ক্যারিয়ার সেরা রেটিং গিলের

শুভমান গিল ও হ্যারি ব্রুক
গত সপ্তাহে এজবাস্টনে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচে প্রায় ১ হাজার ৭০০ রান হয়েছে। যা প্রভাব ফেলেছে দুই দলের ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও। এজবাস্টনে ১৫৮ ও ২৩ রানের ইনিংস খেলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। তিনি পেছনে ফেলেছেন স্বদেশী জো রুটকে।

promotional_ad

রুট এজবাস্টনে ভালো করতে পারেননি। দুই ইনিংসে আউট হয়েছেন ২২ ও ৬ রান করে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে স্বল্প সময়ের জন্য টেস্টের এক নম্বর ব্যাটার হয়েছিলেন ব্রুক। ইংল্যান্ডের উইকেটকিপার জেমি স্মিথ ১৮৪ ও ৮৮ রানের দুর্দান্ত দুটি ইনিংস খেলেছেন। তবে তার দল এজবাস্টনে জিততে পারেনি।


আরো পড়ুন

শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ

৫ জুলাই ২৫
ক্রিকফ্রেঞ্জি

যদিও র‍্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এবারই প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছেন স্মিথ। ভারত অধিনায়ক শুভমান গিল সেরা দশে ঢুকেছেন। তিনি ২৬৯ ও ১৬১ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেছেন।


promotional_ad

এর ফলে তিনি ২১তম স্থান থেকে ১৫ ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। তার রেটিং ৮০৭, যা তার ক্যারিয়ার সেরা। এদিকে বুলাওয়েতে জিম্বাবুয়ে-সাউথ আফ্রিকার টেস্টে প্রোটিয়া অধিনায়ক উইয়ান মুল্ডার জাতীয় রেকর্ড ৩৬৭ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন। তিনি ব্রায়ান লারার করা ৪০০ রানের রেকর্ড ভাঙার দোরগোড়ায় ছিলেন।


আরো পড়ুন

আবারও ভারতের নাটকীয় ধ্বসের অপেক্ষায় ইংল্যান্ড

৫ জুলাই ২৫
আবারও ভারতের নাটকীয় ধ্বসের অপেক্ষায় ইংল্যান্ড, ফাইল ফটো

যদিও ইনিংস ঘোষণা করেন দেন তিনি। চারশ না হলেও র‍্যাঙ্কিংয়ে ৩৪ ধাপ এগিয়ে ২২তম স্থানে উঠে এসেছেন এই প্রোটিয়া ব্যাটার।মুল্ডার ওই ম্যাচে তিন উইকেটও নেন। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগে পারফরম্যান্সের কারণে অলরাউন্ডারদের তালিকায় তিনি ১২ ধাপ এগিয়ে এখন তৃতীয় স্থানে অবস্থান করছেন। তার উপরে কেবল রবীন্দ্র জাদেজা ও মেহেদী হাসান মিরাজ।


বোলারদের র‍্যাঙ্কিংয়ে তেমন কোনো পরিবর্তন আসেনি। শীর্ষ ১২টি স্থানে কোনো বদল আসেনি। তবে উন্নতি হয়েছে ভারতের আকাশ দীপের। তিনি এজবাস্টনে ১০ উইকেট নিয়ে ৮৪তম স্থান থেকে ৩৯ ধাপ এগিয়ে এখন ৪৫তম স্থানে উঠে এসেছেন।


ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালাঙ্কা ও কুশল মেন্ডিস দারুণ উন্নতি করেছেন। বাংলাদেশের বিপক্ষে ২-১ সিরিজ জয়ে দারুণ অবদান ছিল কুশল মেন্ডিসের। তিনি সিরিজ জুড়ে ২২৫ রান (১২৪ ও ৫৬) করে সিরিজ সেরা হয়েছেন। আর তাতেই দশ ধাপ এগিয়ে শীর্ষ দশে ঢুকেছেন। অন্যদিকে, আসালাঙ্কা প্রথম ও তৃতীয় ওয়ানডেতে ১০৬ ও ৫৮ রানের ইনিংস খেলে ২ ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball