আগস্টে শ্রীলঙ্কা সফরে যেতে চায় ভারত

ছবি: ভারত দল, ফাইল ফটো

আগস্টে ভারতের বাংলাদেশ সফর করার কথা থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কে মারাত্মক টানাপড়েন তৈরি হয়েছে।
ওভালে খেলবেন না বুমরাহ
৪ ঘন্টা আগে
নিউজওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, 'আগস্ট মাসে ভারতের সূচি এখন ফাঁকা থাকায় বিসিসিআই একটি স্বল্পদৈর্ঘ্যের সিরিজ আয়োজনের চেষ্টা করছে।'
শ্রীলঙ্কার জন্যও আগস্ট মাস ফাঁকা রয়েছে। সাধারণত জুলাই-আগস্টে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) হয়ে থাকে, তবে এবারের আসরটি পিছিয়ে দেয়া হয়েছে। ফলে দুটি বোর্ডই এই সময়সূচিতে খেলা আয়োজনের ক্ষেত্রে আগ্রহী।

লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন
২৫ জুলাই ২৫
নিউজওয়্যার জানিয়েছে উভয় বোর্ডের মধ্যে আলোচনার অগ্রগতি হয়েছে এবং ভারত দল শ্রীলঙ্কা সফরে যেতে পারে। তবে এখনও সিরিজের নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। সম্ভাব্য সময় হিসেবে আগস্টের মাঝামাঝিকে ধরা হচ্ছে। কেননা সেই মাসের শেষ দিকে (২৯ আগস্ট) জিম্বাবুয়ে সফরে যাবে শ্রীলঙ্কা।
ভারত ও শ্রীলঙ্কা সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২৪ সালের জুলাইয়ে। সেটিই ছিল গৌতম গম্ভীরের কোচ হিসেবে প্রথম সিরিজ। ওই সিরিজে ভারত টি-টোয়েন্টিতে জিতলেও ওয়ানডে সিরিজে চমক দেখায় শ্রীলঙ্কা।