promotional_ad

আপাতত ওয়ানডে খেলার আগ্রহ নেই ডেভিডের

টিম ডেভিড, ফাইল ফটো
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে অস্ট্রেলিয়ার দল পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টইনিসের অবসরের পর সাদা বলের দলে তৈরি হয়েছে বেশ কিছু শূন্যতা, বিশেষ করে ফিনিশারের ভূমিকায়। সেই জায়গায় টিম ডেভিডের নাম উচ্চারণ করা হলেও এই মারকুটে ব্যাটার আপাতত ওয়ানডে ক্রিকেটে ফিরতে আগ্রহী নন।

promotional_ad

২০২৩ সালের সেপ্টেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে শেষবার ওয়ানডে খেলেছেন ডেভিড। তারও আগে, ২০২১ সালের জুলাইতে শেষবার লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছিলেন তিনি। ওই সিরিজে চোটে পড়া ম্যাক্সওয়েলের জায়গায় দলে ডাক পেয়েছিলেন, তবে চার ম্যাচে নিজের সামর্থ্য প্রমাণে ব্যর্থ হন। এরপর আর ওয়ানডে বা লিস্ট ‘এ’ দলে ফেরা হয়নি তার।


আরো পড়ুন

ডেভিডের ঝড় ম্লান করে পাঞ্জাবকে জেতালেন ওয়াদহেরা

১৯ এপ্রিল ২৫
পাঞ্জাবের জয়ের পথে নেহাল ওয়াদহেরা, আইপিএল

সম্প্রতি ওয়ানডে দলে ফেরা নিয়ে নিজেই অনাগ্রহ প্রকাশ করেছেন ডেভিড, 'অবশ্যই আমার কোচদের সঙ্গে এবং এই মুহূর্তে নিজের খেলা নিয়ে যাদের সঙ্গে আমি কথা বলতে চাই, তাদের সঙ্গে আমার আলোচনা চলছে। আমি খুব একটা নিশ্চিত নই। এটা তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নয়।'


promotional_ad

'সত্যি বলতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বছরটা আমাদের অনেক ব্যস্ত কাটবে... এখন আমাদের এত টি-টোয়েন্টি সিরিজ আছে যে, অন্য কিছু নিয়ে ভাবার সময় নেই। তাই দেখা যাক কী হয়। তবে এই মুহূর্তে (ওয়ানডে খেলা নিয়ে) কোনো পরিকল্পনা নেই।'


আরো পড়ুন

টপ এন্ড টি–টোয়েন্টিতে বাংলাদেশের ম্যাচের সূচি প্রকাশ

২১ ঘন্টা আগে
ফাইল ছবি

বর্তমানে পার্থে পুনর্বাসনে আছেন ডেভিড। আইপিএলে হ্যামস্ট্রিং চোটে পড়ার পর প্রায় এক মাস মাঠের বাইরে ছিলেন তিনি। আইপিএলের প্লে-অফে খেলতে না পারলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই অলরাউন্ডার।


২০ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ দিয়েই মাঠে ফেরার লক্ষ্য তার। ওই সফরের পর সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে আরও কয়েকটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। তবে সেই সূচির মধ্যেই রয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ, যেখানে খেলতে আগ্রহী নন ডেভিড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball