ইতালির বিশ্বকাপ দলে সুযোগ পেলেন দুই জোড়া ভাই

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ইতালি ক্রিকেট দল
ইতালি ক্রিকেট দল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের এক মাসেরও কম সময় বাকি। প্রায় সবকটি দলই এই বিশ্ব আসরের জন্য দল ঘোষণা করেছে। অপেক্ষা ছিল ইতালির। তারাও চমক দিয়ে দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ওয়েন ম্যাডসেন।

দলের বাকিরা পরিচিত মুখই। স্কোয়াডে জায়গা পেয়েছেন সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার জেজে স্মাটস। এ ছাড়া দুই জোড়া ভাই সুযোগ পেয়েছেন ইতালির বিশ্বকাপ দলে। হ্যারি ও বেঞ্জামিন মানেন্তির সঙ্গে আছেন অ্যান্থনি ও জাস্টিন মোসকা।

এর আগে বাছাইপর্বে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জো বার্নস ইতালির নেতৃত্ব দিলেও, গত বছরের শেষ দিকে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয় এবং বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডেও রাখা হয়নি তাকে।

২০২৫ সালের জুলাইয়ে ইউরোপ আঞ্চলিক বাছাইপর্বে নেদারল্যান্ডসের পর দ্বিতীয় হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ইতালি। দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জন ডেভিসন। পাশাপাশি সহকারী কোচের দায়িত্বে আছেন কেভিন ও'ব্রায়েন ও ডাগি ব্রাউন।

বিশ্বকাপে ইতালি খেলবে সি গ্রুপে। যেখানে তারা সঙ্গী হিসেবে পেয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজকে। ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরুর কথা দলটির। যদিও বাংলাদেশ বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না। আলোচনা আছে গ্রুপ পরিবর্তনেরও। ফলে ইতালিকেও সেদিকে তাকিয়ে থাকতে হচ্ছে।

ইতালির বিশ্বকাপ স্কোয়াড:

ওয়েন ম্যাডসেন (অধিনায়ক), মার্কাস ক্যাম্পোপিয়ানো, জিয়ান পিয়েরো মিদে, জাইন আলী, আলী হাসান, ক্রিশান জর্জে, হ্যারি মানেন্তি, অ্যান্থনি মোসকা, জাস্টিন মোসকা, সৈয়দ নাকভি, বেঞ্জামিন মানেন্তি, যশপ্রীত সিং, জেজে স্মাটস, গ্রান্ট স্টুয়ার্ট, থমাস ড্রাকা।

আরো পড়ুন: