promotional_ad

জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না অ্যালেন

ফিন অ্যালেন, ফাইল ফটো
জিম্বাবুয়ের মাটিতে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন ফিন অ্যালেন। ১৪ জুলাই শুরু হতে যাওয়া এই সিরিজের আগে মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলার সময় পায়ের চোট পেয়েছেন নিউজিল্যান্ডের এই ওপেনার। ফলে এমএলসির প্লে-অফেও আর মাঠে নামতে পারবেন না এই ব্যাটার।

promotional_ad

সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলছিলেন অ্যালেন। আগামী বুধবার এলিমিনেটরে এমআই নিউইয়র্কের বিপক্ষে খেলবে ইউনিকর্নস, তবে অ্যালেন থাকছেন না। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, দেশে ফিরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেয়ার পরই চোটের ধরন ও পুনর্বাসনের সময় নির্ধারণ করা হবে।


আরো পড়ুন

কিউইদের জিম্বাবুয়ে সফরে নেই উইলিয়ামসন

৮ জুলাই ২৫
ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় কিউইদের জিম্বাবুয়ে সফরে নেই কেন উইলিয়ামসন, ফাইল ফটো

নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, 'ফিন অ্যালেন দেশে ফিরে বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। এরপরই বোঝা যাবে সেরে উঠতে কত সময় লাগতে পারে। ট্রাই সিরিজের জন্য তার বদলি খেলোয়াড় শিগগিরই ঘোষণা করা হবে।'


promotional_ad

অন্যদিকে ইউনিকর্নস জানিয়েছে তারা অ্যালেনের পরিবর্তে নতুন কোনো খেলোয়াড় নিবে না। জিম্বাবুয়ে সফরের অংশ হিসেবে নিউজিল্যান্ড দল আগামী বৃহস্পতিবার হারারেতে পৌঁছাবে। ১৬ জুলাই সিরিজের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে সাউথ আফ্রিকার।


এমএলসিতে ৯ ম্যাচে ৩৩৩ রান করে অ্যালেন ছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। প্রথম ম্যাচে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে খেলেছিলেন ১৫১ রানের ইনিংস যা এমএলসির ইতিহাসে একটি রেকর্ড। তবে ৬ জুলাই লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের বিপক্ষে শেষ ম্যাচে মাত্র চার রান করে আউট হন তিনি।


এদিকে প্লে-অফে দলটির হয়ে খেলা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোমারিও শেফার্ডেরও। তিনি নিজ দেশে ফিরে গেছেন গ্লোবাল সুপার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলার জন্য। পাঁচ ম্যাচে আট উইকেটের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রেখেছিলেন তিনি। তার জায়গায়ও কাউকে নিচ্ছে না ইউনিকর্নস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball