ক্যাচ মিসের মাশুল দিচ্ছে সাউথ আফ্রিকা
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে একাধিক ক্যাচ মিসের মাশুল গুনতে হয়েছে সাউথ আফ্রিকাকে। পাকিস্তানি ব্যাটাররা সেই সুযোগ খুব বেশি কাজে লাগাতে না পারলেও লড়াইয়ের পুঁজি নিশ্চিত হয়ে গেছে তাদের। ৫ উইকেটে ২৫৯ রান করে প্রথমদিনের খেলা শেষ করেছে পাকিস্তান। সাউদ শাকিল ৪২ রান ও সালমান আলী আঘা ১০ রান নিয়ে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন। ফলে নিশ্চিতভাবেই এগিয়ে আছে পাকিস্তান।