
‘রিজওয়ান তুমি ফেরারি থেকে রিকশায় নেমে এসেছো’
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। এবার ঘরের মাঠে শিরোপা ধরে রাখার মিশনে নেমেছিল মোহাম্মদ রিজওয়ানের দল। এই টুর্নামেন্টে টানা দুই ম্যাচে হারের পর একটি ম্যাচ বৃষ্টির পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট নিয়ে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে।