বুমরাহ এই যুগের মহাতারকা: ওয়াসিম আকরাম

ছবি: জসপ্রিত বুমরাহ ও ওয়াসিম আকরাম

সম্প্রতি বুমরাহকে নিয়ে কথা বলেছেন পাকিস্তানের এই কিংবদন্তি পেসার। তিনি কোনো তুলনায় না গিয়ে বুমরাহকে এই যুগের মহাতারকা আখ্যা দিয়েছেন। বুমরাহ যেভাবে নিজেকে ক্রিকেট বিশ্বে মেলে ধরেছেন তার প্রশংসা প্রাপ্য মনে করেন আকরাম।
আইএল টি-টোয়েন্টির নিলামে নাম দেবেন অশ্বিন
১ সেপ্টেম্বর ২৫
জিও টিভির হারনা মানা হ্যায় অনুষ্ঠানে তিনি বলেন, 'জাসপ্রিত বুমরাহ অসাধারণ এক বোলার। তার অ্যাকশন ভিন্নধর্মী, গতি আছে, আর ভারতীয় ক্রিকেট বোর্ডেরও কৃতিত্ব প্রাপ্য যে তারা তাকে যেভাবে ম্যানেজ করছে। নব্বইর দশক আর বর্তমান সময়ের তুলনা করা অসম্ভব।'

ওয়াসিম ব্যাখ্যা করেছেন কেন বুমরাহর সঙ্গে তার তুলনা চলে না। এই বিষয়ে তিনি বলেন, 'সে ডানহাতি, আমি ছিলাম বাঁহাতি। সোশ্যাল মিডিয়া এসব নিয়ে তর্কে মাতে, কিন্তু আমি পাত্তা দিই না, সেও দেয় না। সে আধুনিক যুগের মহাতারকা। আমি আমার সময়ে ছিলাম, আমার কাজ করেছি। তবে আমি বলতে চাই, সে সত্যিই এক ভয়ঙ্কর ভালো বোলার।'
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন পাকিস্তানের আসিফ আলী
১৯ ঘন্টা আগে
তবে ভারতের সাবেক পেসার বরুণ অরুণ মনে করেন ওয়াসিমের সঙ্গে বুমরাহর তুলনাটা বেশ প্রাসঙ্গিক। কারণ দুজনই পেস বোলার। এদিক থেকে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে উইকেট সংখ্যায় বুমরাহ ছাড়িয়ে গেছেন আকরামকে। তিনি বুমরাহকে আকরামের মানের পেসার হিসেবেই মূল্যায়ন করছেন।
তিনি বলেন, 'তাকে (বুমরাহকে) "জিনিয়াস" বলাও কম হয়ে যাবে। এখন সে সেনা (সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) কন্ডিশনে উইকেট সংখ্যায় ওয়াসিম আকরামকেও ছাড়িয়ে গেছে। আমার কাছে এটাই যথেষ্ট প্রমাণ, কারণ ওয়াসিম ছিলেন হয়তো পৃথিবীর সেরা ফাস্ট বোলারদের একজন। আর বুমরাহও প্রায় একই মানের।'