প্রচুর খেলা থাকায় ফিটনেসে নজর দিতে পারিনি: আজম খান

ছবি: আজম খান, ফাইল ফটো

আজম জানান, গত কয়েক বছর ধরে নিয়মিত ক্রিকেট খেলায় ফিটনেসে পুরোপুরি মনোযোগ দিতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার লক্ষ্যে এবার সেই ঘাটতি দূর করতে চান।
‘বাবরকে নিয়ে এমন মন্তব্য করলে হারিসকে বেত দিয়ে পেটানো উচিত’
২৭ আগস্ট ২৫
আজম বলেন, 'এই মুহূর্তে আমি লাহোরে আছি এবং এনসিএতে ফিটনেস আর স্কিল নিয়ে কাজ করছি। আমার ওজন এক-দুই সপ্তাহ বা কয়েক দিনে কমবে না, এটা সময়সাপেক্ষ। গত চার-পাঁচ বছর অনেক ক্রিকেট খেলেছি, তাই ফিটনেসের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পাইনি।'

তিনি আরো বলেন, 'আমার কিছু খারাপ অভ্যাস (খাবারের প্রতি লোভ) ছিল, কিন্তু এখন সেটা কোনো অজুহাত নয়। আমি ফিটনেস নিয়ে কাজ করতে মুখিয়ে আছি।'
পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন আজম খান। তবে ব্যাট হাতে খুব একটা সাফল্য পাননি। ১৩ ইনিংসে মোটে ৮৮ রান করেছেন তিনি। গড় ৮.৮০, সর্বোচ্চ রান ৩০। তার শেষ ম্যাচ ছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
জাতীয় দলে আবার জায়গা করে নিতে চান আজম, 'উচ্চ পর্যায়ে খেলাই লক্ষ্য, আর তার জন্য সেরা হওয়ার মতো প্রস্তুতি নিতে হবে। অনেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছে, আবার হারিয়েও গেছে। আমি যদি টিকে থাকতে চাই, তাহলে এখনকার চেয়েও দ্বিগুণ পরিশ্রম করতে হবে।'