ফখরকে মানুষ প্রাপ্য সম্মান দেয় না, দাবি পাকিস্তান অধিনায়কের

ফাইল ছবি
হাসান নাওয়াজ যখন ফিরলেন ১১.৩ ওভারে পাকিস্তানের রান তখন ৫ উইকেটে ৮২। দুর্দান্ত এক জুটিতে পাকিস্তানের লড়াইয়ের পুঁজি এনে দেন ফখর জামান ও মোহাম্মদ নাওয়াজ। ৯১ রানের জুটি গড়ার পাশাপাশি ফখর নিজে খেলেছেন ১০ চার ও ২ ছক্কায় ৪৪ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস। প্রথম তিন ম্যাচে বড় রান না পাওয়া বাঁহাতি ব্যাটারকে প্রশংসা ভাসালেন ওমন ইনিংসে। সালমান আলী আঘা জানান, ফখর যে সম্মান প্রাপ্য মানুষ সেটা তাকে দেয় না।

promotional_ad

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরিতে করে পাকিস্তানকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ফখর। তবে সবশেষ ৮ বছরে প্রত্যাশা মেটাতে পারেনি তাঁর ক্রিকেট ক্যারিয়ার। কখনো চোটের কারণে ম্যাচ খেলতে পারেননি আবার কখনো দল থেকে বাদ পড়েছেন নানাবিধ কারণে। এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ৮৬ ওয়ানডে, ১০১ টি-টোয়েন্টি ও তিন টেস্ট খেলা বাঁহাতি ব্যাটার যখনই সুযোগ পেয়েছেন দলের জয়ে অবদান রাখার চেষ্টা করেছেন।


আরো পড়ুন

ওয়ানডে সিরিজ শেষ ফখর জামানের

৪ আগস্ট ২৫
ওয়ানডে সিরিজ শেষ ফখর জামানের, ফাইল ফটো

প্রায় ৬ হাজারের কাছাকাছি রান করা ফখর সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে সব ম্যাচে খেলতে পারেননি। চোটের কারণে এশিয়া কাপে খেলা নিয়েও শঙ্কা ছিল। যদিও দ্রুতই সুস্থ হয়ে উঠে এশিয়া কাপের পাশাপাশি ত্রিদেশীয় সিরিজেও খেলছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তান যখন বিপাকে তখন হাল ধরেন তিনি। ৭৭ রানের ইনিংস খেলে পাকিস্তানকে ফাইনালেও তুলেছেন ফখর।


promotional_ad

ম্যাচ শেষে বাঁহাতি ব্যাটারের প্রশংসা করতে গিয়ে সালমান বলেন, ‘ফখর যে সম্মান প্রাপ্য মানুষ তাকে সেটা দেয় না। গত ১০ বছর ধরে সে পাকিস্তানের একজন ম্যাচউইনার। আজকে (গত রাতে) বল অনেক বেশি বল ঘুরেছে। এটা মোটেও ১৭০ রানের উইকেট ছিল না। ফখর ও নাওয়াজকে কৃতিত্ব দেয়া দরকার।’


আরো পড়ুন

দীর্ঘ ৪ বছর পর টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে সাউথ আফ্রিকা

২৩ ঘন্টা আগে
সাউথ আফ্রিকা ও পাকিস্তান ম্যাচের একাংশ

ফখর ও নাওয়াজের দুর্দান্ত জুটিতে ১৭১ রানের পুঁজি পাওয়ার পর পাকিস্তানকে জেতাতে বাকি কাজটা সেরেছেন বোলাররা। বিশেষ করে আবরার আহমেদ ছিলেন অবিশ্বাস্য। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ডানহাতি এই স্পিনার। মুহাম্মদ ওয়াসিম, আসিফ খান, রাহুল চোপড়া ও হার্শিত কৌশিকের উইকেট নিয়েছেন। এমন পারফরম্যান্সে হয়েছেন ম্যাচসেরাও।


৪ ওভারে ২৩ রান দিয়ে শাহীন শাহ আফ্রিদি নিয়েছেন একটি উইকেট। তাদের দুজনের বোলিংয়ের প্রশংসায় সালমান বলেন, ‘আবরার দুর্দান্ত একজন বোলার এবং ম্যাচউইনার। শাহীন যেভাবে বোলিং করেছে দুর্দান্ত। আমরা মাঠে এসেছি, কন্ডিশন পর্যবেক্ষণ করেছি এবং বোলারদের সেভাবেই ব্যবহার করেছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball