ব্যাটারদের ব্যর্থতায় পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা হল না বাংলাদেশের
পাকিস্তানকে হোয়াইটওয়াশের সুযোগ হাতছানি দিচ্ছিল বাংলাদেশকে। কিন্তু সেই সুযোগ লুফে নেয়া তো দূরে থাক, কাছাকাছিও যেতে পারল না লিটন দাসের দল। পাঁচ পরিবর্তন নিয়ে একাদশ সাজানো বাংলাদেশকে এদিন মিরপুরে খুঁজেই পাওয়া গেল না। বড় লক্ষ্যে খেলতে নেমে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে শেষ টি-টোয়েন্টিতে লজ্জায় ডুবে সিরিজ শেষ করল টাইগাররা। শেষ ম্যাচে হারলেও সিরিজ আগেই জিতেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২-১ ব্যাবধানে শেষ করেছে টাইগাররা।