সভায় অংশ নেয়া নিয়ে কিছুটা সংশয় ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিকে ঘিরে। আগের কয়েকটি আইসিসি বৈঠকে অনুপস্থিত ছিলেন তিনি। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে শুক্রবার বিকেলে তিনি পৌঁছে যান দুবাইয়ে এবং সভায় অংশ নেন।
ট্রফি ইস্যুটি সামনে আসলে আইসিসির আলোচ্যসূচিতে ছিল না। কিন্তু বিসিসিআইয়ের সচিব দেবাজিত সাইকিয়া আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি বিষয়টি তুলবেন। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, সভায় তিনিই প্রথম ট্রফি বিতর্কের প্রসঙ্গ উত্থাপন করেন।
তবে এটি ছিল সম্পূর্ণ অনানুষ্ঠানিক আলাপ। সাইকিয়া উল্লেখ করেন, পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির কাছে থাকা ট্রফিটি দ্রুত ভারতের হাতে তুলে দেয়া উচিত। আলোচনায় কোনো দ্বন্দ্বের আবহ তৈরি হয়নি; বরং আন্তরিকতার সুরই ছিল প্রবল।
আইসিসির অন্যান্য বোর্ড সদস্যরাও মত দেন যে, এই টানাপোড়েনের দ্রুত সমাধান প্রয়োজন। আলোচনার একপর্যায়ে একটি কমিটি গঠনের প্রস্তাব আসে, যদিও সভার শেষ পর্যন্ত তেমন কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।
গত ২৮ সেপ্টেম্বর পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জেতে ভারত। কিন্তু এখনো তারা ট্রফিটি হাতে পায়নি। পিসিবি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে বিসিসিআই। নাকভিও নিজের অবস্থান থেকে সরে আসেননি, ফলে ট্রফি হাতে পায়নি ভারত।