শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে মালিঙ্গা-রাজাপাকশে, নেই পাথিরানা-মাদুশঙ্কা

আন্তর্জাতিক
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে মালিঙ্গা-রাজাপাকশে, নেই পাথিরানা-মাদুশঙ্কা
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
চোট থেকে এখনো সেরে উঠতে না পারায় পাকিস্তান সফরে যাওয়া হচ্ছে না মাথিশা পাথিরানা। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি পাকিস্তান ও জিম্বাবুয়ে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজেও শ্রীলঙ্কার স্কোয়াডে নেই। ডানহাতি পেসারের পরিবর্তনে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আসিথা ফার্নান্দো।

পাথিরানার মতো এখনো চোট থেকে সেরে উঠতে পারেননি দিলশান মাদুশঙ্কা। হাঁটুর চোটে পাকিস্তানে যাওয়া হচ্ছে বাঁহাতি পেসারেরও। মাদুশঙ্কার জায়গায় শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে সুযোগ মিলেছে এসান মালিঙ্গার। এখনো পর্যন্ত ছয়টি ওয়ানডে খেললেও টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি সাম্প্রতিক সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ানো এই পেসার।

ধারণা করা হচ্ছে, ত্রিদেশীয় সিরিজে অভিষেক হতে পারে মালিঙ্গার। শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে ভানুকা রাজাপাকশেকেও। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার হয়ে খেললেও পরবর্তীতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে ছিলেন না বাঁহাতি এই ব্যাটার। পাশাপাশি সবশেষ এশিয়া কাপেও দলে ছিলেন না রাজাপাকশে। শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে দাসুন শানাকাকে।

সবশেষ এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন দুনিথ ওয়ালালাগে। ১৬ সদস্যের দলে না থাকলেও ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া রাইজিং স্টার্স এশিয়া কাপে শ্রীলঙ্কা ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন তিনি। রাওয়ালপিন্ডিতে ১১, ১৩ এবং ১৫ নভেম্বর হবে পাকিস্তান ও শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ। পরবর্তীতে ১৭ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি।

শ্রীলঙ্কার ওয়ানডে— চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পবন রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যানডারসে, দুশমন্থ চামিরা, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান এবং এসান মালিঙ্গা।


ত্রিদেশীয় সিরিজের জন্য টি-টোয়েন্টি স্কোয়াড— চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিল মিশারা, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকশে, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশান হেমন্থ, দুশমন্থ চামিরা, নুয়ান থুসারা, আসিথা ফার্নান্দো এবং এসান মালিঙ্গা।

আরো পড়ুন: শ্রীলঙ্কা