চোটের কারণে এখনই তার বদলি কোনো ক্রিকেটার ঘোষণা করেনি সাউথ আফ্রিকা দল। ২২ বছর বয়সী এই ব্যাটার রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে থাকলেও পাকিস্তান সফরের বাকি সময় দলের সঙ্গেই থাকবেন।
চলতি মাসের শেষে ভারতের বিপক্ষে সিরিজের আগে তাকে পুরোপুরি ফিট করার লক্ষ্য নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ভারতের সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি রয়েছে সাউথ আফ্রিকার সামনে।
পাকিস্তান সফরে ইনজুরির আগে পর্যন্ত সব ম্যাচেই খেলেছিলেন ব্রেভিস। টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে ছয় ইনিংসে তার সর্বোচ্চ রান ৫৪, যা আসে গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে। ওয়ানডেতে শুরুটাও খুব উজ্জ্বল হয়নি, ছয় ম্যাচে ১১০ রান, সর্বোচ্চ ৪৯।
ব্রেভিসের ইনজুরিতে সাউথ আফ্রিকার ওয়ানডে দল আরো দুর্বল হয়ে পড়েছে। আগেই বিশ্রামে পাঠানো হয় তিন ফরম্যাটের তারকা ব্যাটার এইডেন মার্করাম ও পেসার কাগিসো রাবাদাকে। এ ছাড়া পেসার কুয়েনা মাফাকা ও আনরিখ নরকিয়ার ইনজুরিও দলকে বিপাকে ফেলেছে।
সাউথ আফ্রিকা-পাকিস্তান সিরিজের টেস্ট পর্ব শেষ হয়েছে ১-১ সমতায়। আর টি–টোয়েন্টি সিরিজ স্বাগতিকরা জিতেছে ২-১ ব্যবধানে। এবার ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ফয়সালাবাদে, যেখানে সর্বশেষ পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০০৮ সালে।